পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

দ্বিতীয় সেমি-ফাইনালে নেই রিজার্ভ-ডে, রোহিতদের ম্যাচ ভেস্তে গেলে কী হবে ? - T20 World Cup 2024

India vs England 2nd Semi Final: আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচে রিজার্ভ-ডে থাকলেও ভারত-ইংল্যান্ড ম্যাচের জন্য অতিরিক্ত দিন রাখেনি আইসিসি ৷ গুয়ানায় আবার 86 শতাংশ বৃষ্টির সম্ভাবনা ৷ অর্থাৎ, ভেস্তে যেতে পারে ভারতের ম্যাচ ৷ সে ক্ষেত্রে কী হবে ?

Rohit Sharma, Virat Kohli
রোহিতদের ম্যাচ ভেস্তে গেলে কী হবে ? (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jun 25, 2024, 9:20 PM IST

গুয়ানা, 25 জুন: টি-20 বিশ্বকাপের সুপার এইট শেষ ৷ এবার সেমি-ফাইনালের দিনক্ষণও নিশ্চিৎ করে দিল আইসিসি ৷ গ্রুপ 1 থেকে শেষ চারে উঠেছে ভারত ও আফগানিস্তান ৷ গ্রুপ 2 থেকে সেমি-ফাইনালে পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড ৷ দ্বিতীয় সেমি-ফাইনালে খেলতে নামছে ভারত ৷ আইসিসি জানিয়েছে, প্রথম সেমি-ফাইনালের জন্য রিজার্ভ-ডে রাখা হলেও দ্বিতীয় সেমি-ফাইনালের জন্য কোনও রিজার্ভ-ডে রাখা হয়নি ৷

প্রথম সেমি-ফাইনালে গ্রুপ 1-এর দ্বিতীয় স্থানাধিকারী বনাম গ্রুপ 2-এর শীর্ষ স্থানাধিকারী ৷ অর্থাৎ, প্রথম সেমি-ফাইনালে মুখোমুখি হচ্ছে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা ৷ দ্বিতীয় সেমি-ফাইনাল খেলবে গ্রুপ 1-এর শীর্ষ স্থানাধিকারী দল ও গ্রুপ 2-এর দ্বিতীয় স্থানে থাকা দল ৷ মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড ৷

স্থানীয় সময় বুধবার, 26 জুন রাত 8টা 30 মিনিটে (ভারতীয় সময় বৃহস্পতিবার, 27 জুন, সকাল 6টা) ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমিতে প্রথম সেমি-ফাইনাল ৷ দ্বিতীয় সেমি-ফাইনাল হবে স্থানীয় সময় বৃহস্পতিবার, 27 জুন সকাল 10টা 30 মিনিটে (ভারতীয় সময় বৃহস্পতিবার, 27 জুন রাত 8টা) গুয়ানা ন্যাশনাল স্টেডিয়ামে ৷

  • ভারত-ইংল্যান্ড ম্যাচ ভেস্তে গেলে কী হবে ?

প্রথম সেমি-ফাইনালে রিজার্ভ-ডে রাখা হয়েছে ৷ কিন্তু দ্বিতীয় সেমি-ফাইনালের ক্ষেত্রে কোনও রিজার্ভ-ডে নেই ৷ কারণ, দ্বিতীয় সেমি-ফাইনাল ও ফাইনালের মাঝে মাত্র একদিন সময় ৷ ফলে ম্যাচ জিতেই জয়ী দলকে বার্বাডোজের উদ্দেশে পাড়ি দিতে হবে ৷ আইসিসি’র নিয়ম বলছে, ম্যাচ শুরু করার জন্য অতিরিক্ত 250 মিনিট অর্থাৎ 4 ঘণ্টা 10 মিনিট পাওয়া যাবে ৷ তার মধ্যে ম্যাচ শুরু করতে হবে ৷

গুয়ানায় প্রায় 86 শতাংশ বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ ফলে ভারত-ইংল্যান্ড ম্যাচ ভেস্তে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ৷ যদিও সে ক্ষেত্রে ভারতের চিন্তার খুব একটা কারণ নেই ৷ কারণ, গুয়ানার দ্বিতীয় সেমি-ফাইনাল ভেস্তে গেলেও সুপার এইটে গ্রুপ শীর্ষে থাকায় ফাইনালে যাবে ভারত ৷

  • ভেস্তে যেতে পারে প্রথম সেমি-ফাইনালও...

প্রথম সেমি-ফাইনালেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস ৷ এ ক্ষেত্রে পরের দিন রিজার্ভ-ডে রাখা হলেও 250 মিনিট অতিরিক্ত সময় দিয়েছে আইসিসি ৷ প্রথম 60 মিনিট অর্থাৎ এক ঘণ্টা নির্দিষ্ট দিনের জন্য ৷ অর্থাৎ, স্থানীয় সময় 26 জুন ম্যাচ বিঘ্নিত হলে অতিরিক্ত এক ঘণ্টা পর্যন্ত ম্যাচ শুরু করানো যাবে ৷ না-হলে দ্বিতীয়দিনে যাবে ম্যাচ ৷ দ্বিতীয়দিন বৃষ্টিতে বিঘ্ন ঘটলে অতিরিক্ত বাকি 190 মিনিট অর্থাৎ 3 ঘণ্টা 10 মিনিট সময় পাওয়া যাবে ম্যাচ শুরু করার ৷ তারপরেও ম্যাচ ভেস্তে গেলে সুপার এইটে গ্রুপ 2-এর শীর্ষে থাকায় ফাইনালে যাবে দক্ষিণ আফ্রিকা ৷

আরেকটি নিয়মও বদলেছে ৷ পুরো টুর্নামেন্টে ম্যাচ শেষ করতে হলে প্রতি ইনিংসে কমপক্ষে 5 ওভার প্রতি দলকে ব্যাট করতে হতো ৷ সেমি-ফাইনাল এবং ফাইনালের ক্ষেত্রে সেটাই বেড়ে হয়েছে 10 ওভার ৷ ফাইনালের দিন বার্বাডোজে বৃষ্টিতে ভেস্তে গেলে দু’দলকেই যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করবে আইসিসি ৷

ABOUT THE AUTHOR

...view details