রায়গঞ্জ, 13 জানুয়ারি: নিষিদ্ধ স্যালাইন দেওয়া নিয়ে রাজ্যজুড়ে যখন হৈ চৈ অবস্থা ঠিক তখন স্যালাইনের অভাবে রোগীর মৃত্যুর অভিযোগ উঠল রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৷ যাকে ঘিরে ফের প্রশ্নের মুখে সরকারি হাসপাতালের চিকিৎসা পরিষেবা। সোমবার রোগীর পরিবারের অভিযোগ, স্যালাইন দেওয়া তো দূরঅস্ত রোগীকে ঠিকমতো দেখতেই আসেননি কোনও চিকিৎসক ৷
ঘটনাসূত্রে জানা গিয়েছে, কালিয়াগঞ্জের বাসিন্দা বছর একান্নর হিরন্ময় মহন্তকে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে কালিয়াগঞ্জ হাসপাতাল থেকে রবিবার গভীর রাতে স্থানান্তরিত করা হয় রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । পরিবারের অভিযোগ, হাসপাতালে বলা হয় রোগীর হার্ট অ্যাটাক হয়েছে । এরপর তাঁকে ভর্তি নেওয়া হলেও একবারের জন্যেও স্যালাইন দেওয়া হয়নি । শুধু প্রেসার মাপা হয়েছে ৷ চিকিৎসায় চূড়ান্ত গাফিলতির কারণে সোমবার দুপুরে মারা যান রোগী ।
এই বিষয়ে মৃতের আত্মীয় দেবরঞ্জন দাস বলেন, "রাতে ভর্তি করার পর একটাও স্যালাইন দেওয়া হয়নি ৷ তার অভাবেই সম্ভবত রোগী মারা গিয়েছে । হাসপাতালে স্যালাইন নেই ।"
মৃতের ভাইয়ের বউ শম্পা মহন্তের কথায়,"আমরা বারবার জানতে চেয়েছিলাম এখানে চিকিৎসা হবে নাকি অন্য কোথাও নিয়ে যেতে হবে ৷ ওনারা বলেছিলেন এমন কিছু জরুরি অবস্থা নয় ৷ এখানে চিকিৎসা করলেই উনি সুস্থ হয়ে যাবেন ৷ কষ্ট হচ্ছে দেখেও ডাক্তাররা সেভাবে কেউ দেখতে আসেননি ৷ কোনও স্যালাইনও দেওয়া হয়নি ৷ সেই রোগী ভর্তি করার 24 ঘণ্টার মধ্যে মৃত্যু হল ৷ এখানে চিকিৎসায় চরম গাফিলতি হয়েছে ৷"
এই বিষয়ে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার প্রিয়ঙ্কর রায় জানান, হাসপাতালে স্যালাইনের কোনও সংকট নেই । তারপরেও রোগীমৃত্যুর কোনও সমস্যা থাকলে লিখিত অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে ।