ETV Bharat / state

মাথাভাঙায় কাঁটাতার কেটে অনুপ্রবেশের চেষ্টা বাংলাদেশিদের ! বাধা দিলে বিএসএফের উপর হামলা - INFILTRATION ATTEMPT IN COOCH BEHAR

মাথাভাঙায় কাঁটাতারের বেড়া কেটে অনুপ্রবেশের চেষ্টায় বাধা দিলে বিএসএফের উপর হামলা চালাল একদল বাংলাদেশি !

ETV BHARAT
সীমান্তে কড়া নজরদারি বিএসএফের (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 13, 2025, 3:48 PM IST

কোচবিহার, 13 জানুয়ারি: কোচবিহার জেলার মাথাভাঙা মহকুমার বুড়াবুড়ি সীমান্তে কাঁটাতারের বেড়া কেটে অনুপ্রবেশের চেষ্টা বাংলাদেশিদের ! কর্তব্যরত বিএসএফ জওয়ান বাধা দিলে তাঁর উপর ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ চালায় অনুপ্রবেশকারীরা । আত্মরক্ষার্থে গুলি চালান বিএসএফ জওয়ান । বেগতিক দেখে অনুপ্রবেশকারীরা বাংলাদেশের দিকে পালিয়ে যায় ৷

রবিবার রাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সীমান্ত লাগোয়া এলাকায় । সীমান্তের কাঁটাতার কেটে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করা হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ । এই বিষয়ে মাথাভাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বিএসএফ । কোচবিহার জেলা পুলিশের এক আধিকারিক জানান, দুস্কৃতীরা বিএসএফের উপর হামলা চালিয়েছে । গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

বাংলাদেশে পালাবদলের পর থেকেই উত্তেজনা রয়েছে ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রামগুলোতে । দিনকয়েক আগে মেখলিগঞ্জের অন্দরান খড়খড়িয়া গ্রামের বাসিন্দারা নিজেদের জমিতে কাঁটাতারের বেড়া দিতে গেলে তাঁদের বাধা দেয় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী । বিজিবি-কে মদত দিতে সেখানে হাজির ছিল বাংলাদেশের কিছু দুস্কৃতীও । এরপর বিএসএফ ঘটনাস্থলে এলে দু'পক্ষের মধ্যে বচসা বেঁধে যায় । এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় সীমান্তে ।

সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই রবিবার নতুন করে উত্তেজনা ছড়াল মাথাভাঙা মহকুমার বুড়াবুড়ি সীমান্তে । বিএসএফের দাবি, রাতের অন্ধকারে দুস্কৃতীরা কাঁটাতার কেটে বাংলাদেশ থেকে এদেশে প্রবেশের চেষ্টা চালাচ্ছিল । বিএসএফ তা দেখতে পেয়ে বাধা দেয় । তখন তাদের উপরই হামলা চালানো হয় বলে অভিযোগ । গোটা ঘটনা নিয়ে বিএসএফের এক আধিকারিক জানান, সীমান্তে অনুপ্রবেশ রুখতে ও পাচার আটকাতে বিএসএফ সদা সচেষ্ট । সীমান্তে কড়া নজরদারি রয়েছে ।

কোচবিহার, 13 জানুয়ারি: কোচবিহার জেলার মাথাভাঙা মহকুমার বুড়াবুড়ি সীমান্তে কাঁটাতারের বেড়া কেটে অনুপ্রবেশের চেষ্টা বাংলাদেশিদের ! কর্তব্যরত বিএসএফ জওয়ান বাধা দিলে তাঁর উপর ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ চালায় অনুপ্রবেশকারীরা । আত্মরক্ষার্থে গুলি চালান বিএসএফ জওয়ান । বেগতিক দেখে অনুপ্রবেশকারীরা বাংলাদেশের দিকে পালিয়ে যায় ৷

রবিবার রাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সীমান্ত লাগোয়া এলাকায় । সীমান্তের কাঁটাতার কেটে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করা হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ । এই বিষয়ে মাথাভাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বিএসএফ । কোচবিহার জেলা পুলিশের এক আধিকারিক জানান, দুস্কৃতীরা বিএসএফের উপর হামলা চালিয়েছে । গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

বাংলাদেশে পালাবদলের পর থেকেই উত্তেজনা রয়েছে ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রামগুলোতে । দিনকয়েক আগে মেখলিগঞ্জের অন্দরান খড়খড়িয়া গ্রামের বাসিন্দারা নিজেদের জমিতে কাঁটাতারের বেড়া দিতে গেলে তাঁদের বাধা দেয় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী । বিজিবি-কে মদত দিতে সেখানে হাজির ছিল বাংলাদেশের কিছু দুস্কৃতীও । এরপর বিএসএফ ঘটনাস্থলে এলে দু'পক্ষের মধ্যে বচসা বেঁধে যায় । এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় সীমান্তে ।

সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই রবিবার নতুন করে উত্তেজনা ছড়াল মাথাভাঙা মহকুমার বুড়াবুড়ি সীমান্তে । বিএসএফের দাবি, রাতের অন্ধকারে দুস্কৃতীরা কাঁটাতার কেটে বাংলাদেশ থেকে এদেশে প্রবেশের চেষ্টা চালাচ্ছিল । বিএসএফ তা দেখতে পেয়ে বাধা দেয় । তখন তাদের উপরই হামলা চালানো হয় বলে অভিযোগ । গোটা ঘটনা নিয়ে বিএসএফের এক আধিকারিক জানান, সীমান্তে অনুপ্রবেশ রুখতে ও পাচার আটকাতে বিএসএফ সদা সচেষ্ট । সীমান্তে কড়া নজরদারি রয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.