পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বিশ্রী হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের - WOMENS T20 WORLD CUP 2024

INDIA LOST IN WOMENS T20 WC: নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে 102 রানে শেষ ভারত ৷ 58 রানে হার দিয়ে শুরু হল হরমনদের অভিযান ৷

INDIA LOST IN WOMENS T20 WC
হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের (AP Photo)

By ETV Bharat Sports Team

Published : Oct 4, 2024, 11:03 PM IST

দুবাই, 4 অক্টোবর:রোহিত শর্মার দলের ট্রফি জয় দেখে অনুপ্রাণিত হয়ে বিশ্বকাপে মাঠে নামার কথা শোনা গিয়েছিল জেমিমা রড্রিগেজের গলায় ৷ কিন্তু মাঠে নেমে অনুপ্রাণিত ক্রিকেটের ছিটেফোঁটাও দেখা গেল না ভারতের খেলায় ৷ মহিলাদের টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচে বিশ্রীভাবে হারল হরমনপ্রীত কৌর অ্যান্ড কোম্পানি ৷ দুবাইয়ে শুক্রবার নিউজিল্যান্ডের কাছে অসহায় আত্মসমর্পণ করল 'উইমেন ইন ব্লু' ৷ কিউয়িরা জিতল 58 রানে ৷

টস জিতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় কিউয়িরা ৷ দারুণ শুরু করেন দুই ওপেনার সুজি বেটস এবং জর্জিয়া প্লিমার ৷ দু'জনের 67 রানের জুটিতে ভর করে ভারতকে এদিন 161 রানের টার্গেট দেয় কিউয়িরা ৷ 27 রান করেন বেটস, প্লিমার করেন 34 রান ৷ তবে নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে সফল অধিনায়ক সোভি ডিভাইন ৷ তাঁর 36 বলে অপরাজিত 57 রানের সৌজন্যে চার উইকেটে 160 রান তোলে কিউয়িরা ৷ ডিভাইন মারেন 7টি চার ৷

নিউজিল্যান্ড ব্য়াটার অ্যামিলিয়া কেরের একটি রানআউট ঘিরে বিতর্ক তৈরি হয় ম্যাচে ৷ চতুর্দশ ওভারে কের আউট হলেও তাঁকে ক্রিজে ফিরিয়ে আনেন ম্য়াচ অফিসিয়ালরা ৷ পরে জানা যায় বলটি রানআউটের আগেই ডেড হয়েছিল ৷ সে যাইহোক, তার পরপরই আউট হয়ে যান ওই কিউয়ি ব্যাটার ৷ 161 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে মুখ থুবড়ে পড়ে ভারতের ব্যাটিং ৷ নিউজিল্যান্ড বোলারদের সামনে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকেন ভারতীয় ব্যাটাররা ৷ সর্বোচ্চ 15 রান অধিনায়িকা হরমনপ্রীতের ৷

শেষ পর্যন্ত এক ওভার বাকি থাকতে 102 রানেই গুটিয়ে যায় ভারতের ইনিংস ৷ যা বিশ্বকাপে ভারতের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর ৷ ভারতের পরাজয়ের পিছনে মুখ্য ভূমিকা নেন রোসমেরি মেয়ার ৷ চার ওভারে 19 রানে 4 উইকেট নেন তিনি ৷ আগামী রবিবার পাকিস্তানের বিরুদ্ধে পরবর্তী ম্যাচ ভারতের ৷

ABOUT THE AUTHOR

...view details