নেলোর, 1 অক্টোবর: শোনা যায় আবিষ্কারক এরনো রুবিক নিজেই আবিষ্কারের পর সমাধানে সময় নিয়েছিলেন এক মাস ৷ এমনকী তামাম বিশ্বে তাঁর তৈরি ঘনকধাঁধাঁ যে এমন সাড়া ফেলবে, তা একবারের জন্যও হয়তো আঁচ করেননি রুবিক ৷ সেই রুবিক্স কিউবই চোখের নিমেষে সমাধান করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলে ফেলল অন্ধ্রের নয়ন মৌর্য ৷ 59 মিনিটে 271 বার রুবিক্স কিউব সলভ করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলল নেলোরের কিশোর ৷
নয়নের রুবিক্স কিউবের প্রতি আগ্রহ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ৷ ঘটনাচক্রে নেলোরে এসে পাকাপাকিভাবে বসবাস শুরুর আগে কয়েকবছর বাবা-মা'য়ের সঙ্গে আমেরিকায় ছিল নয়ন ৷ 2020 সালে ভারতে এসে বসবাস শুরু করে মৌর্য পরিবার ৷ নয়ন জানিয়েছে, প্রথম প্রথম শখেই বন্ধুদের থেকে নিয়ে রুবিক্স কিউব সলভ করত সে ৷ পাজল বা ঘনকধাঁধাঁর প্রতি আগ্রহ দেখে সন্তানকে একবার জন্মদিনে রুবিক্স কিউব উপহার দেন শ্রীনিবাস ও স্বপ্না ৷ নয়ন বলেন, "বন্ধুদের দেখে আমার রুবিক্স কিউবের প্রতি আগ্রহ জন্মায় ৷ তারপর থেকে নিয়মিত এটা অনুশীলন করছি আমি ৷"