তুর্কু (ফিনল্যান্ড), 19 জুন: বেশ কয়েকমাসের বিরতির পর ট্র্যাকে ফিরলেন নীরজ চোপড়া ৷ আর ফিরেই কামাল দেখালেন তিনি ৷ পাভো নুরমি গেমে প্রথমবার সোনা জিতলেন নীরজ ৷ 85.97 মিটার জ্যাভলিন ছুঁড়েছেন তিনি ৷ ভারতীয় সময় মঙ্গলবার রাতে ফিনল্যান্ডের প্রতিপক্ষ টনি কেরানেনকে টেক্কা দিয়ে সাফল্য পেয়েছে ভারতীয় অ্যাথলিট ৷ ফিল্যান্ডের জ্যাভলার 84.19 মিটার জ্যাভলিন থ্রো করেছেন ৷ নীরজের থেকে অনেকটাই পিছনে ছিলেন তিনি ৷ তবে, যাঁকে নিয়ে এই টুর্নামেন্টে সবচেে বেশি আলোচনা হচ্ছিল, সেই জার্মান জ্যাভলার ম্যাক্স ডেহিং এদিন সাত নম্বরে শেষ করেছেন ৷
ম্যাক্স ডেহিং সর্বকনিষ্ঠ হিসেবে 90 মিটার দূরত্ব স্পর্শ করার রেকর্ড গড়েছিলেন ৷ তাই পাভো নুরমি গেমে বিশ্ব চ্যাম্পিয়ন নীরজ চোপড়াকে তিনি টেক্কা দিতে পারেন কিনা, তাই নিয়েই জোর চর্চা ছিল ৷ কিন্তু, সকলকে হতাশ করেছেন 19 বছরের অ্যাথলিট ৷ তিনি 80 মিটারের বেঞ্চ মার্কও এদিন ছুঁতে পারেননি ৷ পাভো নুরমি গেমে তাঁর ব্যক্তিগত জ্যাভিলন থ্রো ছিল মাত্র 79.84 মিটার ৷ অন্যদিকে, ফিনল্যান্ডের টনি কেরানেনের স্বদেশীয় এবং টুর্নামেন্টে 2022 সালের সোনা জয়ী অলিভার হেলান্ডার 83.96 মিটার জ্যাভলিন ছুঁড়ে তৃতীয় স্থান অধিকার করেছেন ৷