প্যারিস, 8 সেপ্টেম্বর:প্যারালিম্পিক্সে পদক সংখ্যায় আগেই নজির গড়েছে ভারত ৷ সেই সংখ্যাটাই প্রতিদিন বাড়ছে ৷ শনিবার রাতে আরও একটি সোনা এল ভারতের ঝুলিতে । পোডিয়াম শীর্ষে ফিনিশ করলেন জ্যাভলিন থ্রোয়ার নভদীপ সিংহ । প্রথমে তিনি অবশ্য রুপো জিতেছিলেন । পরে ইরানের সাদেঘ বেইট সায়াহ’র সোনা বাতিল হওয়ায় সোনা জেতেন নভদীপ।
23 বছরের নভদীপ টোকিয়ো অলিম্পিক্সে অল্পের জন্য় পোডিয়ামে উঠতে পারেননি ৷ চার বছর আগে চতুর্থ হয়ে পদক তালিকা থেকে ছিটকে যান ৷ শনিবার সেই ভুল আর করেননি ৷ প্রথম থ্রো ফাউল হওয়ার পর দ্বিতীয় থ্রো’তে (46.39 মিটার) পদক জয়ের দৌড়ে ঢুকে পড়েন ৷ তৃতীয় থ্রো (47.32 মিটার) ছোড়েন তিনি ৷ নিজের কেরিয়ারে সেরা থ্রো’য়ে রুপো পান হরিয়ানার জ্যাভলার ৷ পরে অবশ্য সাদেঘ বেইট সায়াহকে বাতিল করে দেয় প্যারালিম্পিক্স কর্তৃপক্ষ ৷ ফলে সোনা জেতেন নভদীপ ৷
এতদিন পর্যন্ত প্যারালিম্পিক্সে বিশ্বরেকর্ড ছিল চিনের পেংজিয়াং সানের দখলে । শনিবার তা টপকে যান নভদীপ ৷ তারপরেই নভদীপের রেকর্ড ভেঙে দেন সায়াহ ৷ তিনি বাতিল হওয়ায় অবশ্য প্যারালিম্পিক্স এফ 41 ইভেন্টের বিশ্বরেকর্ড এখন নভদীপের দখলে ৷