পারথ, 12 নভেম্বর: ভারতের বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফিতে ডেভিড ওয়ার্নারের জুতোয় পা গলাতে চলেছেন তিনি ৷ স্বাভাবিকভাবেই প্রত্যাশা গগনচুম্বী ৷ আর সেই প্রত্যাশার মুখোমুখি হয়ে ন্য়াথন ম্য়াকসুইনে আসন্ন সিরিজে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে বেছে নিয়েছেন জসপ্রীত বুমরাহকে ৷ গুজরাত পেসার-সহ অন্যান্যদের বোলিং অ্যাকশনের ভিডিয়ো দেখেই বর্ডার-গাভাসকর ট্রফির জন্য নিজেকে প্রস্তুত করছেন কুইন্সল্য়ান্ড ক্রিকেটার ৷
ডেভিড ওয়ার্নারের অবসরের পর পাকাপাকিভাবে একজন ওপেনারে খোঁজে ছিল অস্ট্রেলিয়া ৷ স্টিভ স্মিথ স্টপগ্য়াপ হিসেবে কাজ চালালেও বর্ডার-গাভাসকর ট্রফির স্কোয়াডে ওপেনে উসমান খোয়াজার সঙ্গী হিসেবে ম্য়াকসুইনেকে অন্তর্ভুক্ত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ শেফিল্ড শিল্ডে নজরকাড়া পারফরম্য়ান্সের পাশাপাশি সম্প্রতি ভারতীয়-এ দলের বিরুদ্ধে আনঅফিসিয়াল টেস্টে অস্ট্রেলিয়া-এ'র হয়ে নজর কেড়েছেন তিনি ৷ তারই ফলশ্রুতি বর্ডার-গাভাসকর ট্রফিতে তাঁর অন্তর্ভুক্তি ৷ সিরিজ শুরুর আগে সেই ম্য়াকসুইনে প্রতিপক্ষ বোলার হিসেবে বুমরাকেই সবচেয়ে বড় চ্য়ালেঞ্জ বলছেন ৷