পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

অতিরিক্ত সময়ে 3 গোল, ফতোরদায় মুম্বইয়ের স্বপ্নের প্রত্যাবর্তন - ISL Semi Final - ISL SEMI FINAL

Indian Super League: অবিশ্বাস্য ! 2 গোলে পিছিয়ে থাকা অবস্থা থেকে অতিরিক্ত সময়ে 3 গোল ৷ অ্যাওয়ে ম্যাচে জিতে কার্যত ফাইনালের পথে এক পা বাড়িয়ে রাখল মুম্বই সিটি এফসি ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Apr 24, 2024, 10:30 PM IST

মারগাও, 24 এপ্রিল: আইএসএল প্লে-অফের সেমিফাইনালের প্রথম লেগর দুটি ম্যাচই যেন অঘটনের । প্রথম ম্যাচে ইন্দ্রপতন, দ্বিতীয় ম্যাচে অবিশ্বাস্য প্রত্যাবর্তন ৷ লালিয়ানজুয়ালা ছাঙতে এবং বিক্রমপ্রতাপ সিংয়ের হাত ধরে মুম্বইয়ের ম্যাচ পকেটে পোরা। শেষ পাঁচ মিনিটে তিন গোল করে রুদ্ধশ্বাস জয় তুলে নিল মুম্বই সিটি এফসি । আইএসএলের প্লে-অফে দ্বিতীয় সেমিফাইনালে এফসি গোয়াকে 3-2 গোলে হারাল মুম্বই ।

খেলার শেষ অর্ধ পর্যন্ত 2-0 গোলে পিছিয়ে ছিল মুম্বই । কিন্তু ওস্তাদের মার শেষ রাতের প্রবাদকে সত্যি প্রমাণিত করে মুম্বই শেষ পাঁচ মিনিটে বাজিমাত করল । অথচ ফতোদরা স্টেডিয়ামে এফসি গোয়া দারুণভাবে শুরু করেছিল । 16 মিনিটে থাঙজামের গোলে এগিয়ে গিয়েছিল গোয়া । পিছিয়ে পড়ার ধাক্কা সরিয়ে মুম্বই সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে । কিন্তু গোয়ার রক্ষণ মুম্বইয়ের যাবতীয় আক্রমণ রুখে দিচ্ছিল । বিরতির পরে ম্যাচের 56 মিনিটে এফসি গোয়াকে ফের এগিয়ে দেন ব্রেন্ডন ফার্নান্দেজ ।

দু’গোলে পিছিয়ে পড়ার ধাক্কা সরিয়ে মুম্বই আক্রমণের ঝাঁঝ বাড়াতে থাকে । কিন্তু আক্রমণ এবং রক্ষণের সামঞ্জস্য রেখে গোয়া ম্যাচের রাশ হাতছাড়া হতে দেয়নি । কিন্তু ক্রমাগত আক্রমণ তাদের ক্রমেই কোনঠাসা করে তুলছিল । শেষ পর্যন্ত এফসি গোয়ার রক্ষণ হার মানতে বাধ্য হয় । নব্বই মিনিটে ছাঙতে মুম্বইয়ের হয়ে ব্যবধান কমান । এক মিনিট পরে মুম্বইকে সমতায় ফেরান বিক্রমপ্রতাপ সিং ।

ছ’মিনিট অতিরিক্ত সময় দেন রেফারি । ফলে নিশ্চিত জয় হাতছাড়া হচ্ছে দেখে এফসি গোয়া মরিয়া হয়ে ওঠে । তেমনই অ্যাওয়ে ম্যাচে জয় সম্ভব আঁচ করে আক্রমণের ঝড় তোলে মুম্বই । শেষ পর্যন্ত 96 মিনিটে মুম্বইয়ের হয়ে জয়সূচক গোল করেন ছাঙতে । ফলে দু’গোলে পিছিয়ে থাকার অবস্থা থেকে 3-2 গোলে জয় তুলে নেয় মুম্বই সিটি এফসি । লিগ শিল্ড হাতছাড়া হওয়ার পরে আইএসএল ফাইনালে ওঠার লড়াইয়ে তারা যে কতটা মরিয়া তা বুধসন্ধ্যার ম্যাচে প্রমাণিত । ফলে দ্বিতীয় লেগের সেমিফাইনালে এগিয়ে থেকে নামবে পিটার ক্রাটকির ছেলেরা ।

আরও পড়ুন:

  1. কলিঙ্গে 'কৃষ্ণকাঁটা'য় ছিন্নভিন্ন বাগান, ওড়িশার কাছে 2-1 গোলে হার সবুজ-মেরুনের
  2. যুবভারতীতেই আইএসএল ফাইনাল, ইঙ্গিত এফএসডিএলের
  3. খেলা দেখার বড় শখ ! হাজার মানুষের ভিড় ঠেলে বাবার কাঁধে চড়ে ইডেনে বিক্রম

ABOUT THE AUTHOR

...view details