নয়াদিল্লি, 1 সেপ্টেম্বর:একসঙ্গে খেলেছেন বছর দশেকেরও বেশি সময় ৷ বহু সাফল্যে ভারতীয় দলকে যেমন নেতৃত্ব দিয়েছেন দু'জনে, তেমনই আবার দুঃসময়ে আগলেও রেখেছেন ৷ কিন্তু ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং তাঁর একদা ডেপুটি বিরাট কোহলির মধ্যে সম্পর্ক কেমন, কখনও জানতে চেয়েছেন অনুরাগীরা? বিরাট কোহলির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে এবার মুখ খুললেন মাহি স্বয়ং ৷
কিন্তু মজার বিষয় হচ্ছে বিরাটের কাছে তিনি বড় দাদার মত নাকি নিছকই সতীর্থ, সে ব্যাপারে সন্দিহান খোদ মহেন্দ্র সিং ধোনি ৷ কোনও এক ইভেন্টে ধোনির সাক্ষাৎকারের ভিডিয়ো সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ সেখানে জোড়া বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক বলছেন, "আমরা দু'জনে 2008-09 থেকে একসঙ্গে খেলেছি ৷ আমাদের মধ্যে বয়সের ফারাক সত্ত্বেও আমার জানা নেই আমি ওর (বিরাট কোহলি) কাছে দাদার মত নাকি কেবলই সতীর্থ, যাঁরা ভারতীয় দলে দীর্ঘদিন খেলেছি ৷ তবে অবশ্যই ও বিশ্বক্রিকেটে সেরাদের মধ্যে অন্যতম ৷"