কলকাতা, 3 অক্টোবর:মনে হয়েছিল চোটটা সামান্য। কিন্ত বাস্তবে দেখা গেল শঙ্কা রয়েছে যথেষ্ট। তাই মনবীর সিংকে নিয়ে সাবধানী মোহনবাগান সুপার জায়ান্ট। আইএসএলে মিনি ডার্বির 48 ঘণ্টা আগে সতর্ক সবুজ-মেরুন এবং তাঁদের কোচ হোসে মোলিনা। শনিবার মহমেডান স্পোর্টিং ম্যাচ সব অর্থেই ময়দানের দুই প্রধানের কাছে মর্যাদার লড়াই। শেষ ম্যাচে প্রথম জয় তুলে নেওয়ার পর সাদা-কালো শিবির সবুজ-মেরুনকে টেক্কা দিতে মরিয়া। আন্দ্রে চের্নিশভ ম্যাচ বাই ম্য়াচ ধরে এগোনোর কথা বলছেন। পাশাপাশি ভয়ডরহীন ফুটবলে ভর দিয়ে আইএসএলের প্রথম সুযোগেই ছাপ বদ্ধপরিকর রুশ কোচ ৷
এরই মধ্যে নতুন বিদেশির চলে আসার খবর বাগান ম্য়াচের আগে মহমেডান স্পোর্টিংকে বাড়তি অক্সিজেন জোগাবে নিশ্চিতভাবে। প্রতিপক্ষের এই কড়া মনোভাবের আঁচ পেয়ে মোহনবাগান সুপার জায়ান্ট সতর্ক। চোট পাওয়া মনবীর সিং বৃহস্পতিবার অনুশীলন করেননি। আশার আলো ডিফেন্ডার আলবার্তো রড্রিগেজের ফিট হয়ে ওঠা। ফলে রক্ষণের ভঙ্গুর দশায় প্রলেপ পড়বে বলে মনে করা হচ্ছে। তবে টম আলড্রেডের মাথার চোট এখনও সারেনি। যদিও তাঁর না-খেলতে পারার কথাও শোনা যায়নি। বৃহস্পতিতে বাগানের প্র্যাকটিসে ছিলেন না সাহাল আব্দুল সামাদও। তবে আশিক কুরিয়ান পুরো দমে অনুশীলন করছেন।