কলকাতা, 4 মার্চ: যাবতীয় জল্পনার অবসান । আইএসএলের ফিরতি ডার্বি কলকাতাতেই । 10 মার্চ বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে মোহনবাগান । তবে সন্ধ্যা সাড়ে সাতটায় নয়, ম্যাচ শুরু হবে রাত ন’টায় । পুলিশও 9টায় ম্যাচ করাতে রাজি । যদিও টিভি স্লট পাওয়া যাচ্ছে না বলে ম্যাচ করাতে রাজি হচ্ছে না এফএসডিএল । খুব বেশি হলে রাত 8টা পর্যন্ত ম্যাচ পিছিয়ে দিতে চায় তারা । ফলে জামশেদপুরে ম্যাচ নিয়ে যাওয়ার পথও খোলা রাখা হচ্ছে ।
ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা নীতু সরকার বলেন, ‘‘কলকাতাতে ডার্বি হবে জানিয়ে আমরা এফএসডিএলকে বলেছি । সময় পরিবর্তন করে তা রাত ন’টায় করার কথা বলেছি । তবে এফএসডিএল-এর সম্মতি পাইনি । অপেক্ষা করছি । তারপরেই টিকিট ছাপানো হবে ৷’’
ওইদিন দুপুরে ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের সভা রয়েছে । সেই সভার কারণেই ডার্বি আয়োজনের ব্যাপারে বিধাননগর পুলিশ কমিশনারেট অরাজি ছিল । প্রাথমিক সম্মতির পরে চুড়ান্ত সম্মতির সময়ে বিধাননগর কমিশনারেটের এই বেঁকে বসায় মাথায় হাত পড়ে ইস্টবেঙ্গলের । যদিও পুলিশের তরফে বলা হয়েছিল 10 মার্চের বদলে 11 মার্চ ডার্বি আয়োজনে তাদের কোনও আপত্তি নেই । কিন্তু এফএসডিএল তাদের এই প্রস্তাব খারিজ করে দেয় । এই অবস্থায় 9 মার্চ ডার্বি আয়োজনের প্রস্তাব দেওয়া হয় । কিন্তু সেটা পুলিশ নাকচ করে ।