কলকাতা, 26 ডিসেম্বর: বক্সিং-ডে'তে আইএসএলের ত্রয়োদশ ম্যাচ খেলতে নামার আগে লিগ শীর্ষে ৷ ঝুলিতে 26 পয়েন্ট সত্ত্বেও পঞ্জাবের বিরুদ্ধে নামার আগে সমস্যায় জেরবার মোহনবাগান সুপার জায়ান্ট। গ্রেগ স্টুয়ার্ট ছিলেনই, পঞ্জাব ম্যাচের আগে চোট-আঘাতের তালিকা দীর্ঘ করেছেন দিমিত্রি পেত্রাতোস, আশিক কুরুনিয়ান। বৃহস্পতিবারের ম্যাচে দলে নেই তিনজনের কেউই ৷ দুই গুরুত্বপূর্ণ বিদেশির না-থাকা নিঃসন্দেহে বড় ধাক্কা। তবে সবুজ-মেরুন ডাগআউটে বিকল্পের ছড়াছড়ি। তাই যোগ্য বিকল্পে আস্থা রেখে পঞ্জাব এফসি ম্যাচের আগে আত্মবিশ্বাসের সুর কোচ হোসে মোলিনার গলায়।
বুধবার শহর ছাড়ার আগে তিনি বলে গেলেন, "আমার কাছে সকলেই সমান গুরুত্বপূর্ণ। কেউ আমার কাছে সেরা নয়। প্রত্যেকের পারফরম্যান্সেই আমি খুশি। তাই সবার উপরেই নির্ভর করি আমি।" একইসঙ্গে তিনি দলে চোট-আঘাতের তালিকা সম্বন্ধেও সচেতন বলে জানালেন। বৃহস্পতিবার প্রথমবার একাদশে যে জেমি ম্যাকলারেন-জেসন কামিংস জুটি শুরু করতে চলেছেন, সেই ইঙ্গিতও দিয়ে গেলেন সবুজ-মেরুন কোচ ৷ পাশাপাশি স্টুয়ার্ট, পেত্রাতোসের বিকল্প হিসেবে সাহাল আব্দুল সামাদ, মনবীর সিং, সুহেল ভাটরা রয়েছেন; তাও জানিয়ে গেলেন মোলিনা। সবমিলিয়ে নানা বাধা-বিপত্তি সত্ত্বেও দিল্লি থেকে লক্ষ্মীবারে তিন পয়েন্ট আনাই লক্ষ্য স্প্য়ানিয়ার্ডের ৷