পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

চোট-আঘাতে জেরবার, তবু আজ তিন পয়েন্টে চোখ সবুজ-মেরুনের - ISL 2024 25

বৃহস্পতিবার দিল্লিতে পঞ্জাবের বিরুদ্ধে বামার আগে চোট সমস্য়ায় বাগান ৷ তাই মোলিনার দলে দেখা মিলবে নয়া জুটির ৷

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)

By ETV Bharat Sports Team

Published : Dec 26, 2024, 11:26 AM IST

কলকাতা, 26 ডিসেম্বর: বক্সিং-ডে'তে আইএসএলের ত্রয়োদশ ম্যাচ খেলতে নামার আগে লিগ শীর্ষে ৷ ঝুলিতে 26 পয়েন্ট সত্ত্বেও পঞ্জাবের বিরুদ্ধে নামার আগে সমস্যায় জেরবার মোহনবাগান সুপার জায়ান্ট। গ্রেগ স্টুয়ার্ট ছিলেনই, পঞ্জাব ম্যাচের আগে চোট-আঘাতের তালিকা দীর্ঘ করেছেন দিমিত্রি পেত্রাতোস, আশিক কুরুনিয়ান। বৃহস্পতিবারের ম্যাচে দলে নেই তিনজনের কেউই ৷ দুই গুরুত্বপূর্ণ বিদেশির না-থাকা নিঃসন্দেহে বড় ধাক্কা। তবে সবুজ-মেরুন ডাগআউটে বিকল্পের ছড়াছড়ি। তাই যোগ্য বিকল্পে আস্থা রেখে পঞ্জাব এফসি ম্যাচের আগে আত্মবিশ্বাসের সুর কোচ হোসে মোলিনার গলায়।

বুধবার শহর ছাড়ার আগে তিনি বলে গেলেন, "আমার কাছে সকলেই সমান গুরুত্বপূর্ণ। কেউ আমার কাছে সেরা নয়। প্রত্যেকের পারফরম্যান্সেই আমি খুশি। তাই সবার উপরেই নির্ভর করি আমি।" একইসঙ্গে তিনি দলে চোট-আঘাতের তালিকা সম্বন্ধেও সচেতন বলে জানালেন। বৃহস্পতিবার প্রথমবার একাদশে যে জেমি ম্যাকলারেন-জেসন কামিংস জুটি শুরু করতে চলেছেন, সেই ইঙ্গিতও দিয়ে গেলেন সবুজ-মেরুন কোচ ৷ পাশাপাশি স্টুয়ার্ট, পেত্রাতোসের বিকল্প হিসেবে সাহাল আব্দুল সামাদ, মনবীর সিং, সুহেল ভাটরা রয়েছেন; তাও জানিয়ে গেলেন মোলিনা। সবমিলিয়ে নানা বাধা-বিপত্তি সত্ত্বেও দিল্লি থেকে লক্ষ্মীবারে তিন পয়েন্ট আনাই লক্ষ্য স্প্য়ানিয়ার্ডের ৷

তিন পয়েন্টে চোখ সবুজ-মেরুনের (ইটিভি ভারত)

টানা আট ম্যাচ অপরাজিত থাকার পর গত ম্যাচে এফসি গোয়ার কাছে 1-2 গোলে হারতে হয়েছে মোহনবাগানকে ৷ বৃহস্পতিবার প্রতিপক্ষ পঞ্জাব এফসি'র তাই দরাজ প্রশংসা সবুজ-মেরুন কোচের গলায় ৷ মোলিনা বলেন, "পঞ্জাব এফসি ভাল দল। ওদের ভাল ফুটবলার ও কোচ আছেন। প্রতিপক্ষ হিসেবে ওরা বেশ কঠিন। ডুরান্ড কাপে ওদের মুখোমুখি হয়েছিলাম। এখন অবশ্য ওরা একেবারে অন্যরকম খেলছে। অনেক ভাল খেলছে এই মরশুমে। আমাদের পক্ষে এটা কঠিন ম্যাচ। তবে আশা করি জিতব ও তিন পয়েন্ট পাব।"

এদিকে গোলের মধ্যে নেই জেমি ম্যাকলারেন ৷ অজি তারকাকে নিয়ে সমর্থকদের একাংশ সমালোচনা করছেন। তবে বাগান কোচ অজি বিশ্বকাপারের হয়ে ব্যাট ধরে বলেন, "জেমি ওর কাজ খুব ভালোভাবেই করছে। ও আমাদের দলের এক নম্বর স্কোরার। পরের ম্যাচগুলোতে ও আরও গোল করবে বলেই আমার বিশ্বাস। আমরা ওকে সাহায্য করে যাচ্ছি। এর ফল নিশ্চয়ই পাওয়া যাবে।"

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details