পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ডুরান্ড সেমি’র প্রথমার্ধে পিছিয়ে বাগান; স্পটকিকে গোল সুনীলের, পোস্টে লেগে ফিরল লিস্টনের শট - Durand Cup 2024 - DURAND CUP 2024

Mohun Bagan in Durand Cup 2024: ডুরান্ডে বাংলার অস্তিত্ব রক্ষার দায় মোহনবাগানের । শেষ চারে বেঙ্গালুরু এফসি’র বিরুদ্ধে খেলছে সবুজ-মেরুন ৷ প্রথমার্ধে 1-0 গোলে পিছিয়ে মোহনবাগান ৷

Mohun Bagan
মোহনবাগান (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Aug 27, 2024, 6:23 PM IST

Updated : Aug 27, 2024, 6:51 PM IST

কলকাতা, 27 অগস্ট: সেমিফাইনালে বেঙ্গালুরু এফসি’র বিরুদ্ধে খেলছে মোহনবাগান । বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়ামে প্রথমার্ধে পিছিয়ে মোহনবাগান ৷ 43 মিনিটে লিস্টন কোলাসোর ফাউলে পেনাল্টি পায় বেঙ্গালুরু ৷ দুরন্ত শটে গোল করে যান সুনীল ছেত্রী ৷ 44 মিনিটে পোস্টে লেগে ফেরে লিস্টনের শট ৷ পরের মিনিটেই পোস্টে লাগে রদ্রিগোর হেড ৷ অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় কামিংসের শট ৷ ভাগ্য ভালো থাকলে প্রথমার্ধে এগিয়েই মাঠ ছাড়তে পারত সবুজ-মেরুন ৷

ডিফেন্ডিং চ্যাম্পিয়নকে ফের ফাইনালে দেখা যাবে কি না, তা আজ ঠিক হবে ৷ ইস্টবেঙ্গল ছিটকে যাওয়ার পর মোহনবাগানের হাতে ডুরান্ড কাপে বাংলার প্রতিনিধিত্ব টিকিয়ে রাখার ভার ৷ আরজি কর কাণ্ডে ডুরান্ড সরে গিয়েছিল ৷ ফের ঘরের মাঠে ফিরেছে সবুজ-মেরুন ৷ চলতি ডুরান্ড মোহনবাগান যে প্রস্তুতি পর্বের প্রতিযোগিতা হিসেবে দেখছে তা বাগানের হেডস্যর বারবার বলেছেন । জেমি ম্যাকলারেন, আশিক কুরুনিয়ান, দীপক টাঙরি, ধীরজ সিং সেমি-ফাইনালে চোটের জন্য বাইরে ৷ বাকিরাও সকলে একশো শতাংশ ফিট নন ৷ ফলে প্রস্তুতি পর্বেই টুর্নামেন্ট ঘরে তোলার সুযোগ রয়েছে বাগানের সামনে ৷

কোয়ার্টার ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই করে শেষ চার নিশ্চিত করেছে দু’দলই ৷ মোহনবাগান-পঞ্জাব ম্যাচ নির্ধারিত সময়ে 3-3 থাকায় টাইব্রেকারে যায় ৷ জেসন কামিংসের স্পটকিক মিসে বাগান শুরুতে চাপে পড়লেও সাডেন ডেথে বাজিমাত করেছেন বিশাল কাইথ ৷ অন্যদিকে অতিরিক্ত সময়ের গোলে কেরালা ব্লাস্টার্সকে হারিয়েছে বেঙ্গালুরু ৷ ফলে এদিন লড়াইটা দু’দলের কাছেই কঠিন ৷ যদিও ঘরের মাঠে জনসমর্থন থাকায় সুবিধা মোহনবাগানের ৷ ফলে দ্বিতীয়ার্ধে দ্রুত ম্যাচে ফিরতে চাইবে হোসে মোলিনার ছেলেরা ৷

Last Updated : Aug 27, 2024, 6:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details