পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

স্টুয়ার্ট-আশিস নেই ! খালিদহীন জামশেদপুরকে হারিয়ে ছন্দ খুঁজতে চায় মোহনবাগান - MOHUN BAGAN IN ISL

পয়েন্ট টেবিলের শীর্ষস্থানকে পাখির চোখ করা মোহনবাগান সুপার জায়ান্ট তাই সব ভুলে প্রতিপক্ষকে দুমড়ে দিতে তৈরি ।

MOHUN BAGAN SUPER GIANT
মোহনবাগান সুপার জায়ান্ট তাই সব ভুলে প্রতিপক্ষকে দুমড়ে দিতে তৈরি (ইটিভি ভারত)

By ETV Bharat Sports Team

Published : Nov 22, 2024, 7:53 PM IST

কলকাতা, 22 নভেম্বর: গ্রেগ স্টুয়ার্টকে আগামী শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে না-পাওয়ার কথা হোসে মোলিনা নিজেই জানালেন । যদিও স্কটিশ মিডফিল্ডার অনুশীলন করছেন । তাঁকে পাওয়া যাবে না ধরে নিয়েই কোচ হোসে মোলিনা একাদশ সাজাচ্ছেন । শেষ ম্যাচে ওড়িশা এফসির বিরুদ্ধে ছিলেন না স্টুয়ার্ট । তাঁর বদলে শুরু থেকে নেমে দিমিত্রি পেত্রাতোস দলকে ভরসা দিয়েছেন ।

স্টুয়ার্টের চোটের অস্বস্তির মধ্যে চিন্তা বাড়িয়েছে আশিস রাইয়ের চোট । ভারতীয় দলের শিবিরে যোগ দিয়ে প্র্যাকটিসে হ্যামস্ট্রিংয়ে চোট পান । জাতীয় দলের মেডিক্যাল টিমের রিপোর্টে 10 দিন বাইরে থাকার কথা বলা হয়েছে । তাঁকে পাওয়া যাবে না বুঝতে পেরে রক্ষণের ফাঁক বোজাতে দীপেন্দু বিশ্বাসকে খেলাচ্ছেন কোচ হোসে মোলিনা । প্র্যাকটিসে যথেষ্ট চনমনে বাঙালি ডিফেন্ডার ।

স্টুয়ার্ট, আশিসের পরে চোটের তালিকায় আশার আলো অনিরুদ্ধ থাপা । ওড়িশা এফসির বিরুদ্ধে আহমেদ জাহুর কড়া ট্যাকেলে মাঠ ছেড়েছিলেন । তারপর নিজেকে ভারতীয় দল থেকেও প্রত্যাহার করে নেন । কিন্তু মাঝের সময়ে চোটমুক্ত হননি । শনিবার তাঁর খেলার সম্ভাবনার কথা জানিয়েছেন হোসে মোলিনা ।

দিমিত্রি পেত্রাতোস দলকে ভরসা দিয়েছেন (ইটিভি ভারত)

প্রায় দু’সপ্তাহ পরে মোহনবাগান ফের আইএসএলে নামছে । প্রতিপক্ষ জামশেদপুর এফসি । শেষ দু’ম্যাচে দশ গোল হজম করা জামশেদপুরের বাড়তি সমস্যা লাল কার্ড দেখায় কোচ খালিদ জামিল ডাগ-আউটে থাকবেন না । সাংবাদিক সম্মেলনে খালিদ জামিলের ডেপুটি স্টিভেন ডায়াস জানালেন, গত দু’ম্যাচে দশ গোল হজমের ধাক্কা সামলে তাঁরা ঘুরে দাঁড়াতে তৈরি । মোহনবাগান সুপার জায়ান্ট ম্যাচটিকেই প্রত্যাবর্তনের ম্যাচ হিসেবে দেখতে চান । প্রতিপক্ষের আক্রমণভাগ শক্তিশালী হলেও তা সামলে নেওয়ার ক্ষমতা রয়েছে । বরং আশিস রাইয়ের অনুপস্থিতি কাজে লাগিয়ে গোলের রাস্তা তৈরি করতে চান তাঁরা ।

প্রতিপক্ষের হেডস্যরের ডাগ-আউটে না-থাকা সমস্যার বলে মোহনবাগান কোচ হোসে মোলিনা । তবে তাঁদের অ্যাডভান্টেজ মানতে নারাজ । নিজের দলে চোট-আঘাত এবং জাতীয় শিবির থেকে ফুটবলারদের পরে যোগ দেওয়ার সমস্যা রয়েছে । যদিও মোলিনা সেইসব নিয়ে চিন্তিত নন । বাগানের হেডস্যর বলছেন, “আমি চোট নিয়ে চিন্তা করছি না । কারণ চোট খেলার অঙ্গ । আমরা নিজেদের নিয়ে আত্মবিশ্বাসী । আমরা জানি, আমাদের কী করতে হবে ।”

গ্রেগ স্টুয়ার্ট প্র্যাকটিস করলেও তাঁকে চেন্নাইয়িন এফসি ম্যাচের জন্য তৈরি রাখছেন । একই কথা আশিস রাই সম্পর্কেও । কারণ ঝুঁকি নিতে রাজি নন মোলিনা । আশিক কুরুনিয়ান এবং সাহাল আব্দুল সামাদ ফিট হয়ে ওঠায় নিঃসন্দেহে তাঁর হাতে বিকল্প বেড়েছে । চোট-আঘাতের সমস্যা ডাগ-আউটের যোগ্য বিকল্প ফুটবলার দিয়ে মেটাতে চান । কারণ স্টুয়ার্ট না-থাকলেও পেত্রাতোস, কামিংসের মতো ফুটবলার রয়েছেন । ওড়িশা এফসির বিরুদ্ধে স্টুয়ার্টের জায়গায় খেলতে নেমে পেত্রাতোস ভালো খেলেছিলেন । বিষয়টি মনে করিয়ে দিয়ে সবুজ-মেরুন হেডস্যার বলছেন, “আমি জানি দিমি গুরুত্বপূর্ণ ফুটবলার । আমার দলে ম্যাকলারেন, কামিংসের মত ভালোমানের ফুটবলাররাও রয়েছেন ।”

চোট সমস্যার পাশাপাশি আপুইয়া এবং আলবার্তোর তিনটি করে হলুদ কার্ড দেখা রয়েছে । শনিবার আরও একটি হলুদ কার্ড দেখলে চেন্নাইয়িন ম্যাচে তাঁদের পাওয়া যাবে না । দলে ভালো ফুটবলারের অভাব নেই । তাই কোনও ফুটবলারকে কার্ড বাঁচিয়ে খেলার কথা বলতে পারেন না । অন্য কথা না ভেবে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানকে পাখির চোখ করা মোহনবাগান সুপার জায়ান্ট তাই সব ভুলে প্রতিপক্ষকে দুমড়ে দিতে তৈরি ।

আরও পড়ুন

ABOUT THE AUTHOR

...view details