কলকাতা, 22 নভেম্বর: গ্রেগ স্টুয়ার্টকে আগামী শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে না-পাওয়ার কথা হোসে মোলিনা নিজেই জানালেন । যদিও স্কটিশ মিডফিল্ডার অনুশীলন করছেন । তাঁকে পাওয়া যাবে না ধরে নিয়েই কোচ হোসে মোলিনা একাদশ সাজাচ্ছেন । শেষ ম্যাচে ওড়িশা এফসির বিরুদ্ধে ছিলেন না স্টুয়ার্ট । তাঁর বদলে শুরু থেকে নেমে দিমিত্রি পেত্রাতোস দলকে ভরসা দিয়েছেন ।
স্টুয়ার্টের চোটের অস্বস্তির মধ্যে চিন্তা বাড়িয়েছে আশিস রাইয়ের চোট । ভারতীয় দলের শিবিরে যোগ দিয়ে প্র্যাকটিসে হ্যামস্ট্রিংয়ে চোট পান । জাতীয় দলের মেডিক্যাল টিমের রিপোর্টে 10 দিন বাইরে থাকার কথা বলা হয়েছে । তাঁকে পাওয়া যাবে না বুঝতে পেরে রক্ষণের ফাঁক বোজাতে দীপেন্দু বিশ্বাসকে খেলাচ্ছেন কোচ হোসে মোলিনা । প্র্যাকটিসে যথেষ্ট চনমনে বাঙালি ডিফেন্ডার ।
স্টুয়ার্ট, আশিসের পরে চোটের তালিকায় আশার আলো অনিরুদ্ধ থাপা । ওড়িশা এফসির বিরুদ্ধে আহমেদ জাহুর কড়া ট্যাকেলে মাঠ ছেড়েছিলেন । তারপর নিজেকে ভারতীয় দল থেকেও প্রত্যাহার করে নেন । কিন্তু মাঝের সময়ে চোটমুক্ত হননি । শনিবার তাঁর খেলার সম্ভাবনার কথা জানিয়েছেন হোসে মোলিনা ।
প্রায় দু’সপ্তাহ পরে মোহনবাগান ফের আইএসএলে নামছে । প্রতিপক্ষ জামশেদপুর এফসি । শেষ দু’ম্যাচে দশ গোল হজম করা জামশেদপুরের বাড়তি সমস্যা লাল কার্ড দেখায় কোচ খালিদ জামিল ডাগ-আউটে থাকবেন না । সাংবাদিক সম্মেলনে খালিদ জামিলের ডেপুটি স্টিভেন ডায়াস জানালেন, গত দু’ম্যাচে দশ গোল হজমের ধাক্কা সামলে তাঁরা ঘুরে দাঁড়াতে তৈরি । মোহনবাগান সুপার জায়ান্ট ম্যাচটিকেই প্রত্যাবর্তনের ম্যাচ হিসেবে দেখতে চান । প্রতিপক্ষের আক্রমণভাগ শক্তিশালী হলেও তা সামলে নেওয়ার ক্ষমতা রয়েছে । বরং আশিস রাইয়ের অনুপস্থিতি কাজে লাগিয়ে গোলের রাস্তা তৈরি করতে চান তাঁরা ।