কলকাতা, 31 মার্চ: জ্বরে কাবু আন্তেনিও লোপেজ হাবাস । সাংবাদিক সম্মেলনেও অনুপস্থিত বাগানের হেডস্যর । ফলে চেন্নাইয়িন ম্যাচের আগে ধাক্কা মোহনবাগান সুপার জায়ান্ট শিবিরে । 17 দিন বাদে আইএসএলে যাত্রা শুরু করছে সবুজ-মেরুন । 18 ম্যাচে 39 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দু’নম্বরে গঙ্গাপাড়ের ক্লাব ৷ 41 পয়েন্ট নিয়ে শীর্ষে মুম্বই সিটি এফসি । ফলে লিগ-শিল্ড জয়ের যুদ্ধে মোহনবাগান সুপার জায়ান্টের সামনে চ্যালেঞ্জটা মোটেই সহজ নয় ।
সাংবাদিক সম্মেলনে না থাকলেও ম্যাচের দিন ডাগ-আউটে থাকবেন হাবাস । গত দু’দিন ধরেই শারীরিক সমস্যা এবং জ্বরের কারণে অনুশীলনে ছিলেন না । সুপার জায়ান্ট সূত্র জানিয়েছে, শনিবার প্র্যাকটিস এবং সাংবাদিক সম্মেলনে অনুপস্থিত থাকলেন বাড়তি বিশ্রামের প্রয়োজনে । কোচ ম্যাচের দিন ডাগ-আউটে ফিরলেও চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে নেই সাহাল আব্দুল সামাদ । ভারতীয় দলের প্রতিনিধিত্ব করতে গিয়েই চোট পেয়েছিলেন তিনি । জনি কাউকোকে ঘিরেও অনিশ্চয়তা রয়েছে ৷ যদিও মোহনবাগান সুপার জায়ান্টের সহকারী কোচ ম্যানুয়েল কাসকালানা জানিয়েছেন, ফিনল্যান্ডের মিডফিল্ডার ফিট ।
17 দিন পরে ফের আইএসএলে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট । আন্তর্জাতিক বিরতিতে ছন্দ টাল খাওয়ার আশঙ্কা রয়েছে । ম্যানুয়েল বিষয়টি পাত্তা দিতে নারাজ । তাঁর মতে, ফুটবলাররা জাতীয় দল হোক বা ক্লাব ফুটবল, দু’জায়গাতেই খেলার মধ্যে রয়েছে । তাই খেলার স্টাইলে মানিয়ে নেওয়ার বিষয়টি আসল । তবে পেশাদার ফুটবলাররা পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নিতে তৈরি থাকেন ।