পশ্চিমবঙ্গ

west bengal

By ETV Bharat Sports Team

Published : 5 hours ago

Updated : 4 hours ago

ETV Bharat / sports

প্র্যাকটিসে নেই অলড্রেড, চোট আলবার্তোর; রক্ষণ সামলাতে দলে ন্যুনো রেইস ? - Mohun Bagan

Mohun Bagan Super Giant in ISL 2024-25: আইএসএলে শুরুটা প্রত্যাশিত হয়নি ৷ মহমেডান ম্যাচ থেকেই ট্র্যাকে ফিরতে মরিয়া মোহনবাগান সুপার জায়ান্ট ৷ একাধিক প্রতিকূলতার মধ্যে সেই লক্ষ্যেই ঘুঁটি সাজাচ্ছেন হেডস্যর হোসে মোলিনা ৷

Mohun Bagan Super Giant in ISL 2024-25
মোহনবাগান সুপার জায়ান্ট (ইটিভি ভারত)

কলকাতা, 3 সেপ্টেম্বর: অনুলীলনে চোট পেলেন মনবীর । শট নিতে গিয়ে বলের বদলে মাটিতে মারেন । ফলে গোড়ালিতে চোট লাগে । প্র্যাকটিসের বাকি সময় বরফে পা ডুবিয়ে বসে থাকলেন । তবে ফেরার সময় তাঁর হাঁটায় কোনও অস্বস্তি চোখে পড়েনি । টম অলড্রেড বুধবারের মূল প্র্যাকটিসে যোগ দিলেন না । ওয়ার্ম আপ করে উঠে যান । মাথার চোটের কারণে তাঁকে নিয়ে কোনও ঝুঁকি নিতে রাজি নয় মোহনবাগান সুপারজায়ান্ট ম্যানেজমেন্ট । এদিকে আলবার্তোর চোট সারেনি । ফলে রক্ষণের ফুটিফাটা অবস্থা সারাতে ন্যুনো রেইসকে সম্ভবত আইএসএলে অভিষেক করাতে চলেছে সবুজ-মেরুন ।

বুধবার প্র্যাকটিসে তাঁর সঙ্গে দীর্ঘক্ষণ কথাও বলতে দেখা গিয়েছে । এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের জন্য নেওয়া হলেও তা আপাতত হচ্ছে না ৷ কারণ ইরানের যুদ্ধ পরিস্থিতি । ফুটবলারদের নিরাপত্তার কথা ভেবেই ট্র্যাক্টর এফসির সঙ্গে ইরানে না-খেলতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । 35 জন ফুটবলার ইরানে খেলতে যাওয়ার ব্যাপারে অনিচ্ছার কথা জানিয়ে চিঠি দেওয়ায় সুপারজায়ান্ট ম্যানেজমেন্টের সুবিধা হয়েছে । তাছাড়া সত্যি পরিস্থিতি কঠিন । এক্ষেত্রে এএফসিকে আর্থিক জরিমানা বা নিষেধাজ্ঞা জারির ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে দু’বার ভাবতে হবে । বিষয়টি খতিয়ে দেখতে হবে ।

প্র্যাকটিসে নেই অলড্রেট, চোট আলবার্তোর (ইটিভি ভারত)

ফলে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের খেলা নিয়ে এএফসি কী সিদ্ধান্ত নেয় সেদিকে তাকানোর বদলে মোহনবাগান সুপার জায়ান্ট আসন্ন আইএসএল মিনি ডার্বি নিয়ে চিন্তিত । সাহাল আব্দুল সামাদ মাঠে এলেও প্র্যাকটিসে নামেননি । বুধবার নিজেদের মধ্যে দ্রুত পাস খেলে প্রতিপক্ষের রক্ষণ ভাঙার ওপর জোর দিলেন কোচ হোসে মোলিনা । সিচ্যুয়েশন প্র্যাকটিসে একটি দলে ছিলেন কামিংস এবং গ্রেগ স্টুয়ার্ট । অন্য দলে পেত্রাতোস ও জেমি ম্যাকলারেন ।

সিচ্যুয়েশন প্র্যাকটিসে একটি দলে ছিলেন কামিংস এবং গ্রেগ স্টুয়ার্ট (ইটিভি ভারত)

শনিবার মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ । সাদা কালো শিবির তাদের প্রথম তিনটি ম্যাচে হার, ড্র এবং জয় দিয়ে আইএসএল দৌড় শুরু করেছে । মোহনবাগান সুপার জায়ান্ট সেখানে ড্র, জয় এবং হার দিয়ে পয়েন্ট তালিকায় নিচের দিকে রয়েছে । সাদা কালো শিবিরের খেলায় যখন চোখে চোখ রেখে লড়াইয়ের বার্তা, তখন সবুজ-মেরুনের পারফরম্যান্সে ধারাবাহিকতার ওঠানামা । এবার মিনি ডার্বি শুধু জয়ের রাস্তায় ফেরার লড়াই নয়, সম্মান রক্ষারও বটে । তাই হোসে মোলিনা সমস্যা সরিয়ে জয়ের পথ যে কোনও মূল্যে খুঁজে পেতে চাইছে । সব মিলিয়ে আগামী দু’দিনে কলকাতার তিন প্রধান ভিন্ন শহরে নিজেদের খুঁজে পাওয়ার লড়াইয়ে নামবে ।

আরও পড়ুন:

Last Updated : 4 hours ago

ABOUT THE AUTHOR

...view details