মোহালি, 22 ডিসেম্বর: ভয়াবহ দুর্ঘটনা ! পঞ্জাবের মোহলিতে বহুতল ধসে মৃত্যু কমপক্ষে 2 জনের ৷ তবে ধ্বংসস্তূপের নীচে আরও কয়েকজনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে ৷ এখনও উদ্ধারকাজ চালাচ্ছে সেনা জওয়ান ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল ৷
শনিবার সন্ধ্যায় মোহালির সোহানা এলাকায় একটি চারতলা বাড়ি ভেঙে পড়ে । খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ প্রশাসন ৷ পরিস্থিতি বেগতিক বুঝে ডেকে ঘটনাস্থলে এসে পৌঁছয় জাতীয় বিপর্যয় মোকাবিলা দল ও সেনাবাহিনী ৷ বিপর্যয় মোকাবিলা বাহিনীর এক আধিকারিক জানান, ধ্বংসস্তূপের নীচে 5 জন চাপা পড়ে থাকার খবর পান তাঁরা ৷
#MohaliBuildingCollapse#IndianArmy reacted swiftly for the rescue. In a remarkable display of coordinated efforts, #IndianArmy Columns along with #NDRF and State rescue teams have been relentlessly working to address the crisis.
— Western Command - Indian Army (@westerncomd_IA) December 21, 2024
Engineer Task Force with debris clearance… pic.twitter.com/ZDEzHW21Ca
শনিবার রাতে আশঙ্কাজনক অবস্থায় এক মহিলাকে উদ্ধার করা হয় ৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ জানা গিয়েছে, মৃতের নাম দৃষ্টি বার্মা ৷ তিনি হিমাচল প্রদেশের বাসিন্দা ৷
এরপর সারারাত চলতে থাকে উদ্ধারকাজ ৷ রবিবার সকালে কংক্রিটের বড় বড় চাঙড় সরানোর পর এক ব্যক্তির দেহ উদ্ধার করা হয় ৷ মোহালির মহকুমা শাসক দমনদ্বীপ কউর জানান, মৃতের নাম অভিষেক ৷ তিনি অম্বালার বাসিন্দা ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, বাকিদের খোঁজে চলছে উদ্ধারকাজ ৷ ঘটনাস্থলে রয়েছে চিকিৎসকদের একটি দল ও অ্যাম্বুল্যান্স ।
পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত সিং মান ঘটনায় দুঃখপ্রকাশ করে এই ঘটনায় দোষীদের কড়া শাস্তির আশ্বাস দিয়েছেন ৷ সেই সঙ্গে তিনি জানিয়েছেন, সফল উদ্ধারকাজের জন্য় রাজ্য সরকারের তরফে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হবে ৷ তিনি স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ বজায় রেখে চলেছেন বলেও জানান মুখ্যমন্ত্রী ৷
ਸਾਹਿਬਜ਼ਾਦਾ ਅਜੀਤ ਸਿੰਘ ਨਗਰ (ਮੁਹਾਲੀ) ‘ਚ ਸੋਹਾਣਾ ਦੇ ਨੇੜੇ ਇੱਕ ਬਹੁ-ਮੰਜ਼ਿਲਾਂ ਇਮਾਰਤ ਹਾਦਸਾਗ੍ਰਸਤ ਹੋਣ ਦੀ ਦੁਖ਼ਦ ਸੂਚਨਾ ਮਿਲੀ ਹੈ। ਪੂਰਾ ਪ੍ਰਸ਼ਾਸਨ ਤੇ ਹੋਰ ਬਚਾਅ ਕਾਰਜ ਵਾਲੀਆਂ ਟੀਮਾਂ ਮੌਕੇ ‘ਤੇ ਤੈਨਾਤ ਨੇ। ਮੈਂ ਪ੍ਰਸ਼ਾਸਨ ਨਾਲ ਲਗਾਤਾਰ ਸੰਪਰਕ ‘ਚ ਹਾਂ। ਅਰਦਾਸ ਕਰਦੇ ਹਾਂ ਕੋਈ ਜਾਨੀ ਨੁਕਸਾਨ ਨਾ ਹੋਇਆ ਹੋਵੇ, ਦੋਸ਼ੀਆਂ ‘ਤੇ ਕਾਰਵਾਈ…
— Bhagwant Mann (@BhagwantMann) December 21, 2024
জানা গিয়েছে, ঘটনাস্থলটি নর্দমার জলে ভরা একটি জায়গা ৷ সেই কারণে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষদের বেঁচে থাকার আশা খুবই কম বলে অনুমান উদ্ধারকারীদের । তবে হাল ছাড়তে নারাজ প্রশাসন ৷ ঘটনা প্রসঙ্গে সেনার ওয়েস্টার্ন কমান্ডের তরফে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয় ৷
পুলিশ সুপার দীপক পারেক জানান, বহুতলের মালিক পারবিন্দর সিং এবং গগনদীপ সিং-এর বিরুদ্ধে বিএনএস-এর 105 ধারায় মামলা রুজু করেছে পুলিশ ৷ একটি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে পুলিশের তরফে ৷