কলকাতা, 25 অগস্ট: এক গোলে পিছিয়ে পড়ে প্রতিপক্ষকে 8 গোল মোহনবাগান সুপার জায়ান্টের ৷ গোলের বন্য়ায় ব্যারাকপুর স্টেডিয়ামে রেলওয়ে এফসি'কে 8-1 গোলে হারিয়ে শেষ ছয়ে যাওয়ার আশা বাঁচিয়ে রাখল সবুজ-মেরুন। শুরুতে গোল করে রেলওয়েকে এদিন এগিয়ে দিয়েছিলেন রাহুল হালদার। জোরালো প্রত্যাঘাতে কেবল সমতায় ফেরা নয়, 90 মিনিটে দুই নয়, তিন নয় বরং আটটি গোল করলেন বাগান ফুটবলাররা। সেট্রো ওরনেইলেন এবং সালাউদ্দিনের জোড়া গোলের পাশে স্কোরশিটে নাম তুললেন আদিল আবদুল্লাহ, রবি বাহাদুর রানা, উত্তম হাঁসদা, তপন হালদার ৷
এদিন ম্যাচের সপ্তম মিনিটে রাহুল হালদারের গোলে পিছিয়ে পড়ে সবুজ-মেরুন। কিন্তু 21 মিনিটে দলকে সমতায় ফেরান সেট্রো। দু'মিনিট বাদে আদিল আবদুল্লা মোহনবাগানকে এগিয়ে দেন। এরপর পুরো মাঠ জুড়ে শুধুই সবুজ-মেরুন। তিরিশ মিনিটে রবি বাহাদুর রানা তৃতীয় গোল করেন। চার মিনিট পরে চতুর্থ গোল। এবার পেনাল্টি থেকে গোল সেট্রোর। 38 মিনিট এবং প্রথমার্ধের সংযোজিত সময়ে জোড়া গোল সালাউদ্দিনের।
ব্যারাকপুরে গোলের বন্য়া, আট গোলে সুপার ছয়ের আশা বেঁচে রইল বাগানে - CFL 2024 - CFL 2024
MOHUN BAGAN WIN: পিছিয়ে পড়ে কলকাতা লিগে রেলওয়ে এফসি'কে আট গোল দিল মোহনবাগান ৷ সেইসঙ্গে সুপার সিক্সের আশা টিকে রইল সবুজ-মেরুন শিবিরে ৷ বাগানের হয়ে এদিন জোড়া গোল করলেন সেট্রো ওরনেইলেন এবং সালাউদ্দিন ৷
![ব্যারাকপুরে গোলের বন্য়া, আট গোলে সুপার ছয়ের আশা বেঁচে রইল বাগানে - CFL 2024 MOHUN BAGAN WIN](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/25-08-2024/1200-675-22293853-thumbnail-16x9-mb.jpg)
মোহনবাগানের জয় (ETV Bharat)
Published : Aug 25, 2024, 8:05 PM IST
বিরতির আগে হাফ ডজন গোল হলেও পরবর্তী পঁয়তাল্লিশ মিনিটে মোহনবাগান গোলের সুনামি বজায় রাখতে পারেনি। 74 মিনিটে উত্তম হাঁসদা এবং 78 মিনিটে তপন হালদারের গোলে সবুজ মেরুনের আট গোলের বৃত্ত সম্পূর্ণ হয়। অঙ্কের বিচারে মোহনবাগানের শেষ ছয়ের আশা বেঁচে রইল। তবে বাকি ম্যাচদু'টো মোহনবাগানের শুধু জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে কাস্টমসের দিকে।