কলকাতা, 12 মার্চ: ডার্বি জয়ের জনগর্জন এখনও থিতিয়ে যায়নি । এরই মধ্যে ‘আন্তেনিও লোপেজ হাবাস অ্যান্ড ব্রিগেডে’র চোখ মিশন কেরালায় । 17 ম্যাচে 36 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মোহনবাগান সুপার জায়ান্ট । বুধবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে মঙ্গলবার রওনা হল সবুজ-মেরুন ব্রিগেড । কেরালার মাটিতে ইয়েলো আর্মির বিরুদ্ধে জয় ছিনিয়ে নেওয়া কার্যত সিংহের গুহায় ঢুকে সিংহ শিকারের সামিল । হাবাসের কোচিংয়ে বদলে যাওয়া সুপার জায়ান্ট ব্রিগেড প্রতিকূল পরিবেশে জয় ছিনিয়ে নেওয়াকেই পাখির চোখ করতে চাইছে ।
গ্যালারি থেকে মাঠ, হলুদ রঙের প্লাবনে কুঁকড়ে যাওয়া নয় ৷ হাবাস বলছেন, হলুদের প্লাবন দেখে উদ্বুদ্ধ হওয়ার কথা । সবুজ-মেরুনের হেডস্যর বলেন, “কোচির পরিবেশে সমর্থকদের চিৎকারে আমাদের ছেলেদের উদ্বুদ্ধ হতে হবে । গ্যালারিতে এক হাজার লোক থাকার চেয়ে ভরা গ্যালারির সামনে খেলতে ভালো লাগে । আমরা পেশাদার । আমাদের এভাবেই বিষয়টি দেখতে হবে ৷”
শেষ পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতে হেরেছে কেরালা । কিন্তু শেষ ম্যাচে 81 মিনিট পর্যন্ত 1-2 গোলে পিছিয়ে থাকা অবস্থা থেকে কেরালা 4-2 গোলে জিতেছিল । ফলে কোচির মাঠ যেকোনও প্রতিপক্ষের কাছে দুঃস্বপ্নের । বিষয়টি জানেন বলেই বিশাল কাইথকে পাশে নিয়ে হাবাস বললেন, “ডার্বির থেকে এই ম্যাচটি মোটেই কম নয় । ওখানকার পরিবেশ, প্রতিপক্ষের চ্যালেঞ্জ কতটা কঠিন হতে পারে তা জানি । কিন্তু আমাদের নিজেদের শক্তি নিয়ে ভাবাও জরুরি । বুদ্ধি কাজে লাগিয়ে কীভাবে ম্যাচটা বের করা যাবে সেটা ভাবাই জরুরি ।”