কলকাতা, 4 অক্টোবর: চলতি আইএসএলের প্রথম কলকাতা ডার্বি শনিবার ৷ মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্ট বনাম নবাগত মহামেডান স্পোর্টিং ৷ আত্মপ্রকাশে সাদা-কালো শিবিরকে আত্মবিশ্বাসী লাগলেও গতবারের লিগ শিল্ড উইনার বাগানের খেলায় সেই ঝাঁঝ নেই ৷ প্রথম তিন ম্যাচে 4 পয়েন্ট পাওয়ার পর পড়শি ক্লাবের কোচের মত সবুজ-মেরুন কোচ হোসে মোলিনার আসনও খানিকটা নড়বড়ে ৷ আতস কাচের নীচে তাঁর পারফরম্য়ান্স ৷ মিনি ডার্বিতে নামার আগে স্বাভাবিকভাবেই ধেয়ে এল প্রশ্ন ৷ যার উত্তরে স্প্য়ানিশ কোচ জানালেন, পাশের ক্লাবে কী হচ্ছে সেটা দেখা তাঁর কাজ নয় ৷
"আপনি কি কার্লেস কুয়াদ্রাতের পরিণতি দেখে চিন্তিত?" সাংবাদিক সম্মেলনে এদিন অতর্কিতেই প্রশ্ন ছুটে আসে হোসে মোলিনার জন্য। উত্তরে স্বকীয় মেজাজে সবুজ-মেরুনের চাণক্য জানান, লাল-হলুদ কোচের পরিণতি দেখে তিনি চিন্তিত নন। অন্য ক্লাবে কী হচ্ছে তা দেখার বা তা নিয়ে চিন্তা করা তাঁর কাজ নয়। তিনি শুধু নিজের কাজটা সঠিকভাবে করে যেতে চান। তারপর যা হওয়ার দেখা যাবে। মোলিনা মুখে যাই বলুন, শেষ ম্যাচে সুনীলদের বিরুদ্ধে 0-3 গোলে আত্মসমর্পন সবুজ-মেরুন সমর্থকদের চিন্তা বাড়িয়েছে। দল এখনও প্রত্যাশিত মানের ফুটবল খেলতে ব্যর্থ। বিশেষ করে রক্ষণ প্রতি ম্যাচে গোল হজম অভ্যাসে পরিণত করেছে। এই অবস্থায় মিনি ডার্বি যে সহজ হবে না, নিশ্চিত মোলিনা ৷