কলকাতা, 11 নভেম্বর: আইএসএলে আপাতত বেশ কিছুটা বিরতি ৷ ওড়িশা এফসি ম্য়াচের পর তাই ফুটবলারদের আটদিনের ছুটি দিলেন মোহনবাগান কোচ হোসে মোলিনা। আগামী 19 নভেম্বর থেকে ফের অনুশীলন শুরু হবে বাগানে। ছুটি পেয়েই কোচ এবং ফুটবলাররা যে যাঁর বাড়ির পথে। 18 নভেম্বর পুনরায় তাঁরা কলকাতায় মিলিত হবেন। ওড়িশা এফসি'র বিরুদ্ধে পিছিয়ে পড়ে ড্র করেছে মোহনবাগান। একাধিক গোলের সুযোগ তৈরি করে সার্জিও লোবেরার ওড়িশাকে রবিবার ব্যাকফুটে ঠেলে রেখেছিল সবুজ-মেরুন। জয়ের ধারাবাহিকতায় ছেদ পড়লেও এক পয়েন্টে খুশি কোচ।
ম্যারাথন লিগে এই গুরুত্বপূর্ণ এক পয়েন্টগুলোই কাজে আসবে বলে মনে করছেন মোলিনা। তবে চিন্তার কারণ অনিরুদ্ধ থাপার চোট। আহমেদ জাহুর কড়া ট্যাকেলে রবিবার চোট পেয়েছিলেন সবুজ-মেরুন মিডফিল্ডার। মাঠ ছাড়তে হয়েছিল খোঁড়াতে খোঁড়াতে। কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট জানাচ্ছে, থাপার চোট গুরুতর নয়। সাতদিনের মধ্যেই সে সুস্থ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ, 23 নভেম্বর ঘরের মাঠে জামশেদপুর এফসি'র বিরুদ্ধে তাঁর নামতে অসুবিধা হওয়ার কথা নয়। চোট গুরুতর নয় গ্রেগ স্টুয়ার্টেরও। ওড়িশায় না-পেলেও কোচ হোসে মোলিনা পরের ম্য়াচে স্কটিশ তারকাকে পাওয়ার ব্য়াপারে আশাবাদী।