কলকাতা, 27 অগস্ট: মরশুমের প্রস্তুতি পর্বের মধ্যেই ট্রফি জয়ের সম্ভাবনা । তাই দলের প্রস্তুতি পর্বের পাশাপাশি জয়ের ধারাবাহিকতা বজায় রাখা পাখির চোখ মোহনবাগান সুপার জায়ান্টের ৷ আজ বিকেল সাড়ে পাঁচটায় বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ডুরান্ড কাপের দ্বিতীয় সেমিফাইনাল খেলবে সবুজ-মেরুন ।
প্রশাসন ম্যাচ আয়োজনে কোনও ত্রুটি রাখতে নারাজ । একইভাবে মোহনবাগান থিঙ্ক ট্যাঙ্কও নব্বই মিনিটের ফুটবল যুদ্ধে প্রতিপক্ষকে জায়গা দিতে রাজি নয় । প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি ভারতীয় ফুটবলের এমন একটি দল যে তারা গুণগত মান সবসময় বজায় রাখার চেষ্টা করে ৷ তাই মরশুমের প্রথম টুর্নামেন্ট হোক কিংবা শেষ, সুনীল ছেত্রীর বেঙ্গালুরু সবসময়ই প্রতিপক্ষের কাছে দুঃস্বপ্ন বয়ে নিয়ে আসে ৷ কোয়ার্টার ফাইনালে সংযোজিত সময়ে জয়ের গোল তুলে নিয়ে আসার মধ্যে প্রমাণিত, বেঙ্গালুরু বিনা যুদ্ধে জমি ছাড়তে নারাজ ।
দিমির দিকে তাকিয়ে বাগান (ইটিভি ভারত)
প্রতিপক্ষের এই নাছোড় মনোভাব নজর এড়ায়নি মোহনবাগান কোচ হোসে মোলিনার ৷ একই ভাবে চল্লিশে সুনীল ছেত্রীর খেলায় যে চালশে পড়েনি তাও লক্ষ্য করেছেন । তবে সবুজ মেরুন হেডস্যার বলছেন, প্রতিপক্ষের কোনও বিশেষ ব্যক্তিকে নিয়ে তাঁরা পরিকল্পনা সাজাচ্ছেন না । বরং বেঙ্গালুরুর সমগ্র দলই তাদের নজরে ৷
গোলের মধ্যে রয়েছেন কামিংসও (ইটিভি ভারত)
চলতি ডুরান্ড মোহনবাগান যে প্রস্তুতি পর্বের প্রতিযোগিতা হিসেবে দেখছে তা মোলিনা বারবার বলেছেন । শেষ চারের আগে অনিরুদ্ধ থাপাকে পাশে নিয়ে একই কথার পুনরাবৃত্তি করলেন । তবে জেমি ম্যাকলারেন, আশিক কুরুনিয়ান, দীপক টাঙরি, ধীরজ সিং সেমি-ফাইনালে চোটের জন্য বাইরে ৷ বাকিরাও সকলে একশো শতাংশ ফিট দাবি করছেন না । তবে যাঁরা আছেন, তাঁদের নিয়েই যে জয়ের জন্য মরিয়া ঝাঁপ দেবেন তা মনে করিয়ে দিয়েছেন ।
বাগানের হেডস্যর বলেন, “আমাদের লক্ষ্য প্রতিপক্ষের থেকে বেশি গোল করা । সেই লক্ষ্যে মঙ্গলবারও আমরা খেলতে নামব । প্রতিপক্ষের কোনও ব্যক্তিবিশেষকে নিয়ে চিন্তা করার চেয়ে পুরো দলকে নিয়েই পরিকল্পনা সাজাতে চাই ৷”
কোয়ার্টার ফাইনালে পঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচের ভাগ্য টাই ভেঙে ঠিক হয়েছে । তিনটে গোল যেমন মোহনবাগান করেছে তেমনই তিনটে গোল হজম করেছে ৷ যা রক্ষণের নড়বড়ে ছবি তুলে ধরে ৷ মোলিনা অবশ্য বিষয়টিকে পাত্তা দিচ্ছেন না ৷ তাঁর মতে, “পুরোটাই ম্যাচের অংশ ৷ যেভাবে ছেলেরা ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিয়ে এসেছে, তাতে আমি খুশি ।” সেমি-ফাইনালও যে টাইব্রেকারে গড়াক তা তিনি চান না । মোলিনার কথায়, ম্যাচটা নব্বই মিনিটে শেষ করতে চান তিনি ।