পশ্চিমবঙ্গ

west bengal

দলবদলে চমক বাগানের, সবুজ-মেরুনে এলেন ব্রিসবেন রোরের অধিনায়ক - Mohun Bagan

By ETV Bharat Bangla Team

Published : Jul 2, 2024, 2:57 PM IST

Mohun Bagan signs Tom Aldred: আরও জমাট হল বাগানের ডিফেন্স লাইন-আপ ৷ গঙ্গাপাড়ের ক্লাবে এলেন ব্রিসবেন রোরের অধিনায়ক টম আলড্রেড ৷

Mohun Bagan
টম আলড্রেড (ইটিভি ভারত)

কলকাতা, 2 জুলাই: দলবদলের বাজারে বড় চমক বাগানের । অস্ট্রেলিয়ান ডিফেন্ডার 33 বছর বয়সি টম আলড্রেডের নাম ঘোষণা করল মোহনবাগান সুপার জায়ান্ট । ব্রিসবেন রোর থেকে তাঁকে সই করাল সবুজ-মেরুন । নতুন মরশুমের আগে মোহনবাগানের তিন বিদেশি তারকা জনি কাউকো, হেক্টর ইউস্তে এবং ব্রেন্ডন হ‌্যামিলকে ছেড়ে দেওয়ার কথা সরকারিভাবে ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে দলবদলের বাজারে আপুইয়াকে সই করিয়ে চমক দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট ।

টম আলড্রেড দলে যোগ দেওয়ায় খুশি মোহনবাগান সুপার জায়ান্টের হেড কোচ হোসে মোলিনা। বাগানের হেড স্যর বলেন, ‘‘টম একজন অভিজ্ঞ ফুটবলার যে আমাদের রক্ষণকে শক্তিশালী করতে পারবে। শারীরিক দিক থেকে ও দুর্দান্ত, ডিফেন্সে আক্রমণাত্মক । টম এরিয়াল বলে দাপট দেখাতে পারে ৷ খেলা তৈরি করতে ওর ভূমিকা রয়েছে ।’’

মোহনবাগান সুপার জায়ান্টে যোগ দিয়ে টম আলড্রেড বলেন, ‘‘মোহনবাগানে যোগ দিয়ে আমি খুশি । সবুজ-মেরুন জার্সি পরাটা আমার কাছে সম্মানের ৷ এই দলের হয়ে শুরু করতে মুখিয়ে আছি । আমি ইংল্যান্ড, স্কটল্যান্ড, অস্ট্রেলিয়ায় খেলেছি । আইএসএলের পাশাপাশি এই ক্লাবের হয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগেও প্রতিনিধিত্ব করতে চাই। আমি সবদিক থেকে দলকে সাহায্য করতে চাই । আমি মোহনবাগানের ইতিহাসের ব্যাপারে সতেচন, ওদের সাম্প্রতিক কিছু ম্যাচ দেখেছি । আমি প্রতিদিন নিজের সেরা খেলাটা খেলব।’’

2019 সালের 25 জুন তিনি এ লিগের ক্লাব ব্রিসবেন রোরে সই করেছিলেন আলড্রেড। 2019-20 মরশুমে তিনি ক্লাবের অধিনায়ক হন । 2020 সালের ফেব্রুয়ারি মাসে তিনি ব্রিসবেন রোরের জার্সিতে প্রথম গোলটি করেন অ্যাডিলেড ইউনাইটেডের বিরুদ্ধে ।

2008 সালে নিজের পেশাদার কেরিয়ার শুরু করেন টম । ইংল্যান্ডের কার্লিসেল ইউনাইটেডের হয়ে খেলেছেন। তবে ফুটবলার জীবনে সবথেকে বেশি ম্যাচ খেলেছেন ব্রিসবেন রোরের হয়েই। 2019 থেকে 2024 পর্যন্ত রোরের জার্সিতে 104টি ম্যাচ খেলেছেন বাগানের নয়া ডিফেন্ডার। এর আগে ব্ল্যাকপুলের হয়ে খেলেছেন 92টি ম্যাচ। 2009 সালে তিনি স্কটল্যান্ডের অনূর্ধ্ব-19 দলের হয়েও একটি ম্যাচ খেলেছেন।

ABOUT THE AUTHOR

...view details