কলকাতা, 14 নভেম্বর: এবার ‘মোহনবাগান ক্রিকেট ডে’ সবুজ-মেরুনে । সাংবাদিক সম্মেলনে একথা ঘোষণা করলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত । আসন্ন শীতকালে ক্রিকেট দিবসে 83’র সালের বিশ্বকাপজয়ী দলের কোনও এক ব্যক্তিত্বকে উপস্থিত করা হবে । তবে কোন দিনটা ‘মোহনবাগান ক্রিকেট দিবস’ তা জানানো হয়নি ।
শীতকালে স্কুল ছাত্রদের জন্য মোহনবাগান ক্লাব ঘুরে দেখার সুযোগ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এমনকী ঘুরতে আসার সময় যদি সিনিয়র দলের প্র্যাকটিস চলে, তাহলে তাও দেখার সুযোগ করে দেওয়া হবে । এমনকি কোনও একজন তারকা ফুটবলারের সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন মোহনবাগান ক্লাব দেখতে আসা দর্শনার্থীরা । সচিবের পাশে বসে মোহনবাগানের সহ-সভাপতি কুণাল ঘোষ বলেন, ‘‘রাজ্য সরকার ইতিমধ্যেই পাঠ্যপুস্তকে মোহনবাগান এবং অন্য ক্লাবগুলোর ইতিহাস সংযোজন করেছে । এবার শহরের দর্শনীয় স্থান দেখতে এসে তালিকায় নাম উঠবে মোহনবাগানে । এই শীতে তাই মোহনবাগান চলো ডাক উঠুক ।’’