পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

খুলল মার্চেন্ডাইজ শপ, ‘ক্রিকেট দিবসে’ বিশ্বকাপজয়ী তারকা আসছেন মোহনবাগানে - MOHUN BAGAN MERCHANDISE SHOP

ছাতা, টুপি, গেঞ্জি থেকে শুরু করে জলের বোতল ৷ অল্প পয়সায় বাগানের স্মারক সংগ্রহ করতে পারবেন সভ্য-সমর্থকরা ৷

MOHUN BAGAN
বিশ্বকাপজয়ী তারকা আসছেন মোহনবাগানে (ইটিভি ভারত)

By ETV Bharat Sports Team

Published : Nov 14, 2024, 2:17 PM IST

কলকাতা, 14 নভেম্বর: এবার ‘মোহনবাগান ক্রিকেট ডে’ সবুজ-মেরুনে । সাংবাদিক সম্মেলনে একথা ঘোষণা করলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত । আসন্ন শীতকালে ক্রিকেট দিবসে 83’র সালের বিশ্বকাপজয়ী দলের কোনও এক ব্যক্তিত্বকে উপস্থিত করা হবে । তবে কোন দিনটা ‘মোহনবাগান ক্রিকেট দিবস’ তা জানানো হয়নি ।

শীতকালে স্কুল ছাত্রদের জন্য মোহনবাগান ক্লাব ঘুরে দেখার সুযোগ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এমনকী ঘুরতে আসার সময় যদি সিনিয়র দলের প্র্যাকটিস চলে, তাহলে তাও দেখার সুযোগ করে দেওয়া হবে । এমনকি কোনও একজন তারকা ফুটবলারের সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন মোহনবাগান ক্লাব দেখতে আসা দর্শনার্থীরা । সচিবের পাশে বসে মোহনবাগানের সহ-সভাপতি কুণাল ঘোষ বলেন, ‘‘রাজ্য সরকার ইতিমধ্যেই পাঠ্যপুস্তকে মোহনবাগান এবং অন্য ক্লাবগুলোর ইতিহাস সংযোজন করেছে । এবার শহরের দর্শনীয় স্থান দেখতে এসে তালিকায় নাম উঠবে মোহনবাগানে । এই শীতে তাই মোহনবাগান চলো ডাক উঠুক ।’’

‘বাণিজ্যে বসতি লক্ষ্মী’, এই প্রবাদকে সঙ্গী করে বাণিজ্যকরণে পা বাড়াল মোহনবাগান । ছাতা, টুপি, গেঞ্জি থেকে শুরু করে জলের বোতল এবং আরও অনেক কিছু মার্চেন্ডাইজ করার সিদ্ধান্ত নিল সবুজ-মেরুন । উদ্দেশ্য মোহনবাগানের স্মারক যাতে আগত দর্শনার্থী, সদস্য-সমর্থকরা সংগ্রহে রাখতে পারেন । ভবিষ্যতে মার্চেন্ডাইজের তালিকায় আরও অনেক কিছু যোগ হবে বলেও জানিয়েছেন বাগান সচিব ।

শহরের চার দিকে মোহনবাগান মার্চেন্ডাইজ শপ খোলা হবে । ইতিমধ্যে ক্লাবে একটি শপ খোলা হয়েছে । সেখান থেকে বিক্রিও শুরু হয়েছে । মোহনবাগান সচিব নিজে সেই মার্চেন্ডাইজ শপ ঘুরে দেখেছেন । প্রতিদিন বিকেল সাড়ে চারটে থেকে সেটি খোলা হবে । বন্ধ সাড়ে ছ’টায় । সমর্থকরা বলছেন, মোহনবাগানের স্মারক নেওয়ার ইচ্ছে বহুদিনের । যা এতদিনে পূরণ হল । দেবাশিস দত্ত জানিয়েছেন, এই স্মারক সংগ্রহ করতে পকেটে টান পড়বে না ।

আরও পড়ুন

ABOUT THE AUTHOR

...view details