কলকাতা, 8 অগস্ট: মোহনবাগানের আক্রমণে বৃহস্পতিবার যুবভারতীতে ধরাশায়ী বায়ুসেনা। ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচে সবুজ-মেরুন 6-0 উড়িয়ে দিল তাদের। পরপর দু'ম্যাচে জয়ের সঙ্গে ডার্বির আগে নিজেদের গুছিয়ে নিল মোহনবাগান। জোড়া গোল জেসন কামিংসের ৷ বাকি চার গোল টম আলড্রেড, লিস্টন কোলাসো, অনিরুদ্ধ থাপা এবং গ্রেগ স্টুয়ার্টের। প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয়ের ডার্বির প্রস্তুতিও সেরে নিলেন হোসে মোলিনা ৷ হিসেব বলছে ডার্বিতে ড্র করলেই গ্রুপের পয়লা নম্বর দল হিসেবে নক-আউটে পৌঁছে যাবে মোহনবাগান।
হোসে মলিনা জানিয়েছিলেন, দলে ফিটনেস সমস্যা এবং চোট সমস্যা রয়েছে। চোটের জন্য সব বিদেশিকে খেলানোর সুযোগ না-থাকায় কামিংস, আলড্রেড এবং গ্রেগকে দেখে নিলেন মোলিনা। অনিরুদ্ধ থাপা, সাহাল আব্দুল সামাদ, মনবীর সিং, শুভাশিস বসু, দীপক টাংরি, সুহেল ভাটদের নামিয়ে দেখে নিলেন দলের ভারতীয় ব্রিগেডকেও। যা খুশি করবে মোলিনাকে ৷
দু'টো গোল করে এবং পরিবর্ত হিসেবে নামা গ্রেগ স্টুয়ার্টকে দিয়ে গোল করিয়ে ম্যাচের সেরা কামিংস। 4 মিনিটে সাহালের পাস থেকে বল পেয়ে অসাধারণ প্লেসিংয়ে গোল করে যান অজি স্ট্রাইকার। 10 মিনিটে ফের এগিয়ে যায় সবুজ-মেরুন। এবার লিস্টনের ফ্রি-কিক থেকে সুহেল ভাটের হেড বায়ুসেনার গোলরক্ষক কোনওরকমে প্রতিহত করলে ফিরতি বল জালে পাঠান আলড্রেড। 38 মিনিটে সাহালের পাস থেকে সবুজ-মেরুনের তৃতীয় গোল লিস্টন কোলাসোর।
বিরতির পরও একই ছবি। 65 মিনিটে চতুর্থ গোল অনিরুদ্ধ থাপার। দূরপাল্লার শটে গোল করে যান তিনি ৷ 76 মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের পঞ্চম গোল কামিংসের। 91 মিনিটে পরিবর্ত হিসেবে নামা গ্রেগ স্টুয়ার্টকে দিয়ে গোল করান কামিংস। সুযোগ কাজে লাগাতে পারলে ব্যবধান আরও বাড়তে পারত মোহনবাগানের। কোলাসোর দৌড়, থাপা এবং সাহালের দুরন্ত পারফরম্যান্সের ঝলক ডার্বির আগে স্টেডিয়ামে উপস্থিত সবুজ-মেরুন জনতাকে স্বস্তি দিল বৈকি।