কলকাতা, 2 জানুয়ারি: হারের সরণিতে বাঁধ দেওয়া গিয়েছে। এবার জয়ের আলোয় ফেরার চেষ্টা। পাহাড়ে তারই খোঁজে মহমেডান স্পোর্টিং। শুক্রবার সাদা-কালো ব্রিগেডের প্রতিপক্ষ নর্থ-ইস্ট ইউনাইটেড। যাঁরা চলতি আইএসএলে দুর্ধর্ষ ফর্মে ৷ গত ম্যাচে ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন মুম্বই সিটি এফসি'কে তাঁদের ঘরের মাঠে পেদ্রো বেনালির দল হারিয়েছে 3-0 গোলে ৷
তবে ডুরান্ড কাপ চ্যাম্পিয়নদের বিরুদ্ধে অ্যাওয়ে ম্য়াচে নামার আগে সাদা-কালো শিবির অনেক বেশি আত্মবিশ্বাসী। কারণ, মুম্বই সিটি এফসি'র বিরুদ্ধে ড্র আন্দ্রে চের্নিশভের ছেলেদের মানসিকতায় বদল ঘটিয়েছে। কোচের কথায়, "নর্থ-ইস্ট শক্তিশালী প্রতিপক্ষ। আমরা ওদের সমীহ করছি ৷ বছর দুই-তিন আগেও ওরা এত ভয়ঙ্কর হয়ে খেলত না ৷ কিন্তু ওদের কোচ পরিবর্তন হওয়ার পর এবং অনেক নতুন প্লেয়ার আসার পর ওরা ভয়ঙ্কর খেলছে। তবে আমরাও শেষ মিনিট পর্যন্ত লড়াই করব। দেখা যাক তিন পয়েন্ট আসে কি না ৷"
চের্নিশভের কথায়, "ওরা গত ম্যাচে মুম্বই সিটি এফসি'কে 3-0 হারিয়েছে। ওদের খেলার ধরন আলাদা। ওরা ভারতের লিভারপুল। ওরা প্রথমে আক্রমণ করে গোল তুলে নেওয়ার চেষ্টা করে অথবা কোনও প্রতি আক্রমণ থেকে ব্যবধান বাড়ায়। দুই উইংয়েও ওরা সমান কার্যকরী। তাই আমাদের যথেষ্ট সতর্কভাবে পা ফেলতে হবে।" কার্ড সমস্যায় মহামেডান এই ম্যাচে পাওয়া যাবে না রালতে এবং কাশিমভকে। যা মহমেডান স্পোর্টিংয়ের কাছে বড় ধাক্কা। তবে ব্রাজিলিয়ান ফুটবলার ফ্রাঙ্কা ফিট। চের্নিশভ বলছেন, "ফ্রাঙ্কার সঙ্গে আমার কথা হয়েছে । ও এখন অনেকটা সুস্থ হয়েছে ৷ দেখা যাক কী হয় ৷ আমরা শেষ পর্যন্ত ওকে দেখার পরে খেলানোর ব্যাপারে সিদ্ধান্ত নেব।"