পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ট্রফি নিশ্চিত জেনেও লিগের দশমীতে জয়েই চোখ সাদা-কালোর - Mohammedan SC - MOHAMMEDAN SC

Mohammedan SC: আজ দিল্লি এফসির বিরুদ্ধে আই লিগের শেষ ম্যাচ খেলতে নামছে চ্যাম্পিয়ন মহামেডান এসসি ৷ তবে, সদ্য সমাপ্ত ঈদের উৎসবের মেজাজ এখনও বজায় আছে ৷ তাই শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে দর্শক সংখ্যাও থাকবে চোখে পড়ার মতো ৷ ফলে নিয়মরক্ষার ম্যাচ হলেও, সমর্থকদের সামনে জিতে মাঠ ছাড়াই লক্ষ্য মহামেডান স্পোর্টিং কোচ আন্দ্রে চেরনিশভের ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Apr 13, 2024, 9:59 AM IST

কলকাতা, 13 এপ্রিল: শেষ ভালো যার সব ভালো তার ৷ বাংলার এই প্রবাদকে বাস্তবায়িত করে মহামেডান স্পোর্টিং তাদের আই লিগ অভিযানে করতে চাইছে ৷ আপাতদৃষ্টিতে আজকের ম্যাচের কোনও গুরুত্ব না থাকলেও, মহামেডান স্পোর্টিং কোচ আন্দ্রে চেরনিশভ চাইছেন জিতে আই লিগ অভিযান শেষ করতে ৷ তিনি বলছেন, "শনিবার কলকাতা ফুটবলের জন্যক ঐতিহাসিক দিন হতে চলেছে ৷ আমরা 40-50 হাজার দর্শকের সামনে খেলব ৷ তাদের সামনে জিতে মাঠ ছাড়তে চাই ৷"

ঠিক এক সপ্তাহ আগে গত শনিবারই আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে রেড রোডের ধারের শতাব্দী প্রাচীন ক্লাব ৷ ফলে জয়ের সেই মরিয়া তাগিদ হয়তো নাও থাকতে পারে ৷ অতিরিক্ত আত্মবিশ্বাস কি বিপদ ডেকে আনতে পারে ? ইতিমধ্যে সমর্থকদের জন্য যুবভারতী ক্রীড়াঙ্গনের দরজা খোলার কথা ঘোষণা করেছে মহমেডান স্পোর্টিং ৷ টিকিট নিতে শুক্রবার বিকেলে সমর্থকদের যে ঢল নেমেছিল, তাতে কানায় কানায় স্টেডিয়াম ভরা সময়ের অপেক্ষা ৷ ক্লাব সচিব ইস্তেয়াক রাজু আহমেদ সমর্থকদের সাদা-কালো জার্সি পড়ে মাঠে আসার অনুরোধ করেছেন ৷

শেষ ম্যাচের আগে খেতাব পকেটে পুড়লেও জয় চাইছেন কোচ ৷ কিন্তু, উৎসবের আবহে ফোকাস নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ যদিও, কোচ ফোকাস নষ্টের যুক্তি একেবারেই মানতে চাইছেন না ৷ তাঁর কথায়, "দিল্লি এফসি শক্তিশালী দল ৷ মাথায় রাখতে হবে, আমাদের কিন্তু প্রতিপক্ষ অভিনন্দন জানাতে আসেনি ৷ ওরা আমাদের মতো চ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে জয় তুলে নিতে মরিয়া থাকবে ৷ মাঠ ভরতি দর্শকের সামনে হারতে চাই না ৷ দাপটের সঙ্গে জিতেই ট্রফি ঘরে তুলতে চাই ৷"

খেতাব নিশ্চিত হয়ে গিয়েছে বলে কি পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটবেন চেরনিশভ ? সাদা-কালো শিবিরের কোচের উত্তর, "শিলং লাজং এফসির সঙ্গে ম্যাচের পরে ভেবেছিলাম পরীক্ষার পথে যাব ৷ কিন্তু, যুবভারতীতে অত দর্শকের সামনে আমরা জিতেই শেষ করতে চাই ৷ চোট ও কার্ড সমস্যায় বেশ কয়েকজন ফুটবলারকে পাব না ৷ যারা আমাদেরকে এতদূর নিয়ে এসেছে, তাদের উদযাপনের সুযোগ দিতে চাই ৷ ফলে চোটগ্রস্ত ফুটবলারদের বাদ দিয়ে অন্যদের খেলানোর সম্ভাবনা খুবই কম ৷"

আই লিগের পুরো মরশুম জুড়েই সাদা-কালো জ্বর ৷ প্রথমে কলকাতা লিগে চ্যাম্পিয়ন, তারপরে আই লিগ খেতাব ৷ ক্লাব ফুটবলে এই পারফরম্যান্সের পিছনে রহস্য কোথায় ? চেরনিশভের কথায়, "মরশুমের শুরুতেই ছেলেদের একটা কথা পরিষ্কার করে দিয়েছিলাম, আমরা যে প্রতিযোগিতাতেই নামব, জিতে শেষ করতে চাই ৷ তারপরে ম্যাচ ধরে ধরে এগিয়েছি ৷ একটা সময় ট্রফি জয়ের কাছাকাছি যখন আসতে শুরু করলাম, তখন প্রত্যেকে স্বপ্ন দেখত একদিন ওই ট্রফিটা তুলবে ৷ তারপরে নিজেদের বিশ্বাস করিয়েছি, আমরাই পারি চ্যাম্পিয়ন হতে ৷ ফলে এটাই আমার কাছে মোড় ঘোরানো মুহূর্ত ৷"

কার্ড সমস্যায় নেই জুইডিকা ৷ চোটে কাবু পদম ছেত্রী, জোসেফ আদজাই, আলেক্সিস গোমেস, লালরেমসাঙ্গা ৷ কোচের পাশে বসে সাদা-কালো মিডফিল্ডার তন্ময় ঘোষও বলেছেন, "আমরা জিতেই আই লিগ ট্রফি হাতে তুলতে চাই ৷ মাঠ ভরতি দর্শকের সামনে হারলে খুবই বাজে ব্যাপার হবে ৷ আশা করি আমরা কোচের পরামর্শ মতো খেলে জয় তুলে নিতে পারব ৷" উৎসবের সুনামির পূর্বাভাসের মধ্যে সমর্থকদের কী বার্তা দিতে চান ? কোচের জবাব, "সমর্থকদের বলতে চাই যেন শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের উৎসবে সামিল থাকেন ৷ কলকাতার বুকে এক ঐতিহাসিক দিন হতে চলেছে ৷ তাঁরাও সেই ইতিহাসের সাক্ষী থাকুক ৷"

আরও পড়ুন:

  1. চার গোলের ঝড়, লিগ শিল্ডের লড়াইয়ে মোহনবাগানের সামনে শুধু মুম্বই
  2. হাইভোল্টেজ ম্যাচে কুকুর নিয়ে মাঠে নামলেন সুনীল-পেত্রাতোসরা, কারণ জানলে গর্বিত হবেন
  3. বাগানের ম্যাচের ঘণ্টাখানেক আগেই আইএসএল ফাইনালের দিন ঘোষণা

ABOUT THE AUTHOR

...view details