পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ইস্টবেঙ্গলে খেলার প্রস্তাব ! শামি বললেন, ‘আমাকে সময় দিন’; - East Bengal Day

East Bengal: ‘‘বাংলা আমাকে পরিচিতি দিয়েছে, খ্যাতি দিয়েছে ৷ এমন পরিচিতি-খ্যাতি আমার জন্মস্থান উত্তরপ্রদেশও দেয়নি ।’’ ইস্টবেঙ্গল দিবসে আপ্লুত মহম্মদ শামি ৷

East Bengal
মহম্মদ শামি, সৌরভ গঙ্গোপাধ্যায় (ইটিভি ভারত)

By ETV Bharat Sports Team

Published : Aug 1, 2024, 10:58 PM IST

কলকাতা, 1 অগস্ট: কলকাতায় মহম্মদ শামি । তবে খেলতে নয়, পুরস্কার নিতে । ইস্টবেঙ্গল ক্লাব তাদের 105তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ‘প্রাইড অব বেঙ্গল’ সম্মানে সম্মানিত করল মহম্মদ শামিকে । ‘ভারত গৌরব’ পুরস্কার দেওয়া হল সৌরভ গঙ্গোপাধ্যায়কে ৷

ইস্টবেঙ্গল দিবসে আপ্লুত মহম্মদ শামি (ইটিভি ভারত)

ওডিআই বিশ্বকাপের পরে চোটের কবলে ভারতীয় পেসার । অস্ত্রোপচার হয়েছে, রিহ্যাব চলছে ৷ শামি কবে ভারতীয় দলের জার্সিতে ফিরবেন তা নিয়ে জল্পনা অব্যাহত । প্রধান নির্বাচক অজিত আগরকর বলেছেনস, শামি দ্রুত ফিরবেন । শামি স্বয়ং বলছেন, তিনি ফিট হওয়ার জন্য কোনও তাড়াহুড়ো করতে চান না । তবে ইঙ্গিত দিয়েছেন, এই মরশুমে রঞ্জি ট্রফিতে সম্ভবত বাংলার হয়ে খেলবেন । ঘরোয়া ক্রিকেট তারকা ক্রিকেটারদের খেলতে হবে, এই ফতোয়া দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ সেই ভাবনা থেকেই শামির রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে খেলার ইঙ্গিত ।

ডালহৌসি, টাউন ক্লাব, মোহনবাগানের হয়ে খেললেও লাল-হলুদ জার্সিতে খেলেননি । 105তম প্রতিষ্ঠা দিবসের মঞ্চে শামিকে ইস্টবেঙ্গলের হয়ে খেলার প্রস্তাব দেন ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার । তিনি বলেন, ‘‘তুমি আমাদের হয়ে খেল ।’’ মঞ্চে উঠে সেই প্রশ্নের জবাব দিলেন শামি । স্পিডস্টার বলেন, ‘‘আমাকে একটু সময় দিন । ইস্টবেঙ্গল, মোহনবাগানের মতো ক্লাবের হয়ে কে না খেলতে চায় ! তবে বহুদিন ক্লাব লিগে খেলিনি । আশা রাখি একদিন নিশ্চয় খেলব ।’’

চোটের জন্য ভারতীয় দল থেকে ছিটকে গেলেও ফিরে আসার প্রবল চেষ্টা চালিয়ে যাচ্ছেন । কবে ভারতের জার্সি গায়ে মাঠে নামবেন ? শামি বলেন, ‘‘খুব কঠিন এই প্রশ্নের উত্তর দেওয়া ।’’ নেটে হালকা বোলিং শুরু করলেও, শামি পুরোপুরি ম্যাচ ফিট তা বলা যাবে না ৷ তবে বাংলাদেশ সিরিজের আগে নিজেকে ফিট করে তোলার আপ্রাণ চেষ্টা করছেন বলে জানিয়েছেন দেশের তারকা বোলার ।

নিজের ফেলে আসা দিনের কথা জানাতে গিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়কে কৃতিত্ব দিতে ভুললেন না তিনি । শামি বলেন, ‘‘সত্যি কথা বলতে কী, বাংলা আমাকে পরিচিতি দিয়েছে, আমাকে খ্যাতি দিয়েছে, আমাকে যশ দিয়েছে ৷ এমন পরিচিতি-খ্যাতি আমার জন্মস্থান উত্তরপ্রদেশও দেয়নি । বাইরে থেকে কেউ এলে বিশ্বাস দেরিতে আসে । কিন্তু দাদি (সৌরভ গঙ্গোপাধ্যায়), লক্ষ্মীরতন শুক্লাদের বিশ্বাস-আস্থা অর্জন করতে পেরেছি বলেই এই জায়গায় ।’’

পাশাপাশি ভারতীয় দলের অন্যতম সেরা তারকা মনে করেন, টি-20 বিশ্বকাপের ফাইনালে সূর্যকুমারের ক্যাচটা ম্যাচ ঘুরিয়ে দিয়েছিল । শামি বলেন, ‘‘টি-20 বিশ্বকাপের ফাইনাল দেখতে দেখতে মনে হচ্ছিল, 2023 বিশ্বকাপ ফাইনালেরই পুনরাবৃত্তি হতে চলেছে । কিন্তু সূর্যকুমারের ওই ক্যাচটা ভারতকে বিশ্বকাপ এনে দিয়েছে ।’’

অন্যদিকে, সৌরভ গঙ্গোপাধ্যায় ‘ভারত গৌরব’ পুরস্কার পাওয়ার পরে জানিয়েছেন, তিনি আইপিএল নিলামের পক্ষে ৷ প্রসঙ্গত, মেগা নিলামের বিপক্ষে শাহরুখ খান । ‘‘নিলাম আইপিএলে অভিন্ন অঙ্গ’’, মন্তব্য সৌরভের ৷

ABOUT THE AUTHOR

...view details