আমেদাবাদ, 21 মে: বৃষ্টি কি ফের কেকেআরের ম্যাচ ভেস্তে দিতে পারে? মঙ্গলবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএলের প্রথম কোয়ালিফায়ার। কলকাতা মরিয়া হায়দরাবাদ 'বধে' ৷ এই ম্যাচের আগে চিন্তার কারণ অবশ্যই আবহাওয়া। পয়েন্ট টেবিলে নাইটরা শীর্ষে থাকলেও তাদের পরপর দু'টো ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছে। রবিবার গুয়াহাটিতে রাজস্থান রয়্যালস ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার আগে আমেদাবাদে গুজরাত টাইটান্সের বিরুদ্ধেও ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল নাইটদের। ফলে বৃষ্টির আশঙ্কা নিয়ে একটা প্রশ্ন থাকছেই যে আজকের ম্যাচে যদি বরুণ দেব ভর করে তাহলে কী হবে?
হাওয়া অফিস বলছে, মঙ্গলবার সন্ধ্যায় বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা কম। দিনের তাপমাত্রা 45 ডিগ্রির কাছাকাছি থাকলেও সন্ধ্যায় তা নেমে আসবে 31 ডিগ্রিতে। দমকা হাওয়া বইবে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আর ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে সর্বাধিক পয়েন্ট নিয়ে প্লে-অফে ওঠায় ফাইনালে যাবে তারাই ৷ সোমবার সন্ধ্যায় শ্রেয়স আইয়াররা আমেদাবাদে পা দিয়েছেন। ফলে ফাইনালের আগে প্র্যাকটিসের সুযোগ নেই। পাশাপাশি ফিল সল্ট দেশে ফিরে যাওয়ার পরে তাঁর বদলে রহমানুল্লাহ গুরবাজকে ওপেনার হিসেবে দেখে নেওয়ার সুযোগ পেলেন গৌতম গম্ভীর।
গত আইপিএলে 11 ম্যাচে 227 রান করেছিলেন আফগানিস্তানের ক্রিকেটার। চলতি আইপিএলে যদিও একটিও ম্যাচ খেলেননি। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সুনীল নারিনের সঙ্গে তাঁকে ইনিংস শুরু করতে পাঠানোর পরিকল্পনা ছিল নাইট থিঙ্ক ট্যাঙ্কের। এই অবস্থায় নেট প্র্যাকটিসের পারফরম্যান্স দেখেই সম্ভবত সুনীলের সঙ্গে গুরবাজকে ম্যাচে নামাতে চলেছে কেকেআর। দলের হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত বলছেন, কোনও ব্যক্তি বিশেষ নয়, দলগত পারফরম্যান্সই ধারাবাহিক জয়ের মূল কথা। যা তাঁরা বাকি দু'টো ম্যাচে ধরে রেখে নাইট ভক্তদের ট্রফি উপহার দিতে চান।
- কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ-রহমানুল্লা গুরবাজ (উইকেটরক্ষক), সুনীল নারিন, অঙ্গকৃষ রঘুবংশী/নীতীশ রানা, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী (ইমপ্যাক্ট প্লেয়ার- বৈভব অরোরা) ৷
- সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ- ট্রাভিস হেড, অভিষেক শর্মা, নীতীশ রেড্ডি, রাহুল ত্রিপাঠি, হেনরিক ক্লাসেন (উইকেটরক্ষক), আব্দুল সামাদ, শাহবাজ আহমেদ, প্যাট কামিন্স (অধিনায়ক), সানভীর সিং, ভুবনেশ্বর কুমার, বিজয়কান্ত বিয়াস্কান্ত (ইমপ্যাক্ট প্লেয়ার- টি নটরাজন) ৷
আরও পড়ুন:
- হায়দরাবাদের 'সূর্য ডুবিয়ে' তিন বছর পর ফাইনালে চোখ কেকেআরের
- বৃষ্টি ভেস্তে দিল ম্যাচ, মঙ্গলে প্রথম কোয়ালিফায়ারে কেকেআরের সামনে হায়দরাবাদ
- গুয়াহাটিতে বৃষ্টি কাঁটা, ভেজা মাঠে কেকেআর-রাজস্থান ম্যাচের টস হতে দেরি