গুয়াহাটি, 11 জানুয়ারি: শহর ছেড়ে অনেক দূরে বড় ম্য়াচ ৷ গুয়াহাটির গ্য়ালারিতে সামান্য দর্শক উপস্থিতি লজ্জা দেবে কলকাতার ফুটবল অনুরাগীদের ৷ তাতে কী? মোহনবাগান আছে মোহনবাগানেই ৷ আইএসএলের প্রথম বড় ম্য়াচে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন জেমি ম্যাকলারেন ৷ ম্য়াচটি 2-1 গোলে জিতেছিল সবুজ-মেরুন ৷ আইএসএলের ফিরতি ডার্বিতেও গোল করে দলকে এগিয়ে দিলেন অজি বিশ্বকাপার ৷
গুয়াহাটিতে আইএসএলের ফিরতি ডার্বিতে ম্য়াকলারেনের গোলেই প্রথমার্ধে এগিয়ে মোহনবাগান ৷ ফের রক্ষণের গাফিলতি ইস্টবেঙ্গলের ৷ আর সেই গাফিলতির সুযোগ নিয়েই ম্যাচের দ্বিতীয় মিনিটে সবুজ-মেরুনকে এগিয়ে দেন ম্য়াকলারেন ৷ আশিস রাইয়ের বাড়ানো বল লাল-হলুদ রক্ষণের প্রাচীর ভেঙে জমা পড়ে অজি স্ট্রাইকারের পায়ে ৷ এক ডিফেন্ডারকে কাঁধে নিয়ে জালে বল পাঠাতে ভুল করেননি ম্যাকলারেন ৷
তবে গোল খেয়ে হতোদ্যম না-হয়ে তেড়েফুড়ে আক্রমণে আসে ইস্টবেঙ্গল ৷ বক্সের মধ্যে একক দক্ষতায় পিভি বিষ্ণু ক্লেইটন সিলভাকে সমতা ফেরানোর বল সাজিয়ে দেন ঠিক চার মিনিট বাদে ৷ কিন্তু একা গোলরক্ষককে পেয়ে ব্রাজিলিয়ান গোলে শট করার আগেই এসে বল বিপন্মুক্ত করেন টন আলড্রেড ৷ ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল বাগানও ৷ কিন্তু তা আর হয়নি ৷
Another big half coming up 💪🏻🔥
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) January 11, 2025
Watch ISL only on @JioCinema , @Sports18 -3, #StarSports3! 📺 https://t.co/rMaCxZKv59#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/IMD8mhW361
আক্রমণ এবং প্রতি আক্রমণে ম্যাচ জমে উঠলেও প্রথমার্ধে আর গোল হয়নি ৷ শেষ পর্যন্ত ম্য়াকলারেনের গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে হোসে মোলিনার ছেলেরা ৷ জোড়া পরিবর্তন নিয়ে গুয়াহাটিতে এদিন একাদশ সাজান লাল-হলুদ কোচ অস্কার ব্রুজোঁ ৷ চলতি আইএসএলে প্রথমবার একাদশে শুরু করলেন নিশু কুমার ৷ একাদশে ফিরলেন ডেভিড লালহ্লানসাঙ্গাও ৷ অন্যদিকে মনবীর সিং এবং আপুইয়াকে প্রথম একাদশে এনে জোড়া পরিবর্তন নিয়ে নামেন বাগান কোচ হোসে মোলিনাও ৷