নয়াদিল্লি, 2 জুন: গতসপ্তাহের রবিবার ক্রিকেটের বাইশ গজে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে কেকেআর-কে আইপিএল চ্যাম্পিয়ন করেছেন ভেঙ্কটেশ আইয়ার ৷ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ৷ তার এক সপ্তাহ পর, জীবনের বাইশ গজে নতুন ইনিংস শুরু করলেন নাইট অলরাউন্ডার ৷ রবিবার শ্রুতি রঘুনাথনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তিনি ৷ তাঁর বিয়ের বিভিন্ন মুহূর্তের ছবি এখন সোশাল মিডিয়ায় ভাইরাল ৷ ক্রিকেটারকে অভিনন্দন ও ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন কেকেআরের সিইও ভেঙ্কি মাইসোর ৷
সাতপাকে বাঁধা পড়লেন নাইটদের আইপিএল জয়ের নায়ক, সোশাল মিডিয়ায় ভাইরাল ছবি - Venkatesh Iyer got married - VENKATESH IYER GOT MARRIED
Venkatesh Iyer Marriage Photos: আইপিএল জিতেছেন একসপ্তাহ আগে ৷ এবার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন কলকাতা নাইট রাইডার্সের তারকা অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ার ৷ তাঁর বিয়ের সেই ছবি এখন সোশাল মিডিয়ায় ভাইরাল ৷
Published : Jun 2, 2024, 8:32 PM IST
রবিবার সকালে দক্ষিণ ভারতের প্রথাগত পোশাকে বর-বধূ বিয়ের আসরে উপস্থিত ছিলেন ৷ রীতি মেনে মালাবদল, মঙ্গলসূত্র পরিয়ে শ্রুতি রঘুনাথনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন ভেঙ্কটেশ আইয়ার ৷ বিয়ের নানান মুহূর্তের ছবি সোশাল মডিয়ায় ভাইরাল হয়েছে ৷ সেই সঙ্গে আইয়ারের অনুরাগীরা তাঁকে অভিনন্দন বার্তায় ভরিয়ে দিয়েছে ৷ বিয়ের ছবিতে, পরিবার ও আত্মীয়দের উপস্থিতিতে ভেঙ্কটেশ এবং শ্রুতিকে মালাবদল করতে দেখা যাচ্ছে ৷
2023 সালের নভেম্বর মাসে ভেঙ্কটেশ এবং শ্রুতি রঘুনাথনের বাগদান পর্ব সম্পন্ন হয়েছিল ৷ সেই সময়ই দু’জনের বিয়ের দিনক্ষণ পাকা হয়ে গিয়েছিল ৷ টুর্নামেন্ট শেষের পরেই বিয়ে করবেন, তা পাকা ছিল ৷ জীবনের নতুন ইনিংস শুরুর সেই আনন্দকে আরও বাড়িয়ে তুলেছে, কেকেআরের হয়ে আইপিএল ট্রফি জয় ৷ উল্লেখ্য, আইপিএল প্লে-অফে সানরাইজার্সের বিরুদ্ধে বিধ্বংসী 51 রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি ৷ এরপর ফাইনালেও 26 বলে 52 রানের ইনিংস খেলে কেকেআর-কে চ্যাম্পিয়ন করায় বড় ভূমিকা পালন করেছিলেন ভেঙ্কটেশ আইয়ার ৷