ঢাকা, 21 অক্টোবর: বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের প্রথমদিন মীরপুরে পড়ল 16টি উইকেট ৷ আর উইকেটের মেলায় টেস্ট ক্রিকেটে অনন্য নজির গড়ে ফেললেন কাগিসো রাবাদা ৷ ডেলিভারির নিরিখে টেস্ট ক্রিকেটে দ্রুততম 300 উইকেটের মালিক হলেন প্রোটিয়া পেসার ৷ আর অনন্য নজির গড়ার পথে রাবাদা এদিন ছাপিয়ে গেলেন ম্য়ালকম মার্শাল, অ্যালান ডোনাল্ড, ডেল স্টেইন, ওয়াকার ইউনিসদের ৷
শের-ই-বাংলা স্টেডিয়ামে এদিন প্রথম উইকেট নিতেই ইতিহাসে নাম তুলে ফেলেন রাবাদা ৷ উল্লেখযোগ্যভাবে দ্রুততম 300 উইকেটে নজির গড়ার পথে কৃষ্ণাঙ্গ এই পেসার পিছনে ফেললেন দুই স্বদেশীকে ৷ 300 টেস্ট উইকেট নেওয়ার পথে 11,817 ডেলিভারি খরচ করলেন কাগিসো রাবাদ ৷ তুলনায় অনেক পিছিয়ে দ্বিতীয়স্থানে থাকা প্রাক্তন পাক পেসার ওয়াকার ইউনিস (12,602) ৷ এরপর তৃতীয়, চতুর্থ ও পঞ্চমস্থানে রয়েছেন যথাক্রমে ডেল স্টেইন, অ্যালান ডোনাল্ড ও ম্যালকম মার্শাল ৷