ETV Bharat / sports

ঝোড়ো হাফসেঞ্চুরি, বিধ্বংসী ব্যাটিংয়ে ডনের দেশে নজির পন্তের - BORDER GAVASKAR TROPHY

মেলবোর্নে তাঁর আউটের ধরন দেখে নিন্দায় সরব হয়েছিলেন সুনীল গাভাসকর ৷ সিডনিতে ঝোড়ো অর্ধশতরানে জবাব ঋষভ পন্তের ৷

RISHABH PANT
সিডনিতে মারমুখী পন্ত (AP Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Jan 4, 2025, 1:23 PM IST

সিডনি, 4 জানুয়ারি: দলের বিপদের সময় তাঁর শট নির্বাচনের সমালোচনা করে সুনীল গাভাসকর 'স্টুপিড' সম্বোধন করেছিলেন তাঁকে ৷ শুধু তাই নয়, মেলবোর্ন টেস্টের মাঝে 'লিটল মাস্টার' বলেছিলেন, "ওর ভারতীয় ড্রেসিংরুমে ঢোকাই উচিত নয় ৷" কিন্তু ঋষভ পন্ত আছেন ঋষভ পন্তেই ৷ তিনি কোনও সমালোচনার যে ধার ধারেন না বোঝালেন সিডনিতে ৷ প্রথম ইনিংসে 40 রানে আউট হয়েছিলেন ৷ কিন্তু দ্বিতীয় ইনিংসে বিধ্বংসী অর্ধশতরানে ডন ব্র্য়াডম্যানের দেশে নজির গড়লেন স্টাম্পার-ব্যাটার ৷

সফরকারী ব্য়াটার হিসেবে ক্যাঙারুর দেশে দ্রুততম হাফসেঞ্চুরির মালিক হলেন পন্ত ৷ সিডনিতে 130 বছরের নজির ভাঙলেন বাঁ-হাতি ব্যাটার ৷ অস্ট্রেলিয়ার মাটিতে এতদিন সফরকারী ব্য়াটার হিসেবে দ্রুততম অর্ধশতরানের নজির যুগ্মভাবে ছিল ইংল্য়ান্ডের জন ব্রাউন (1895) এবং ওয়েস্ট ইন্ডিজের রয় ফ্রেডেরিক্সের (1975) ঝুলিতে ৷ 33 বলে অর্ধশতরান করেছিলেন তাঁরা ৷ এদিন সেই নজির ভেঙে 29 বলে অর্ধশতরান করেন ভারতীয় স্টাম্পার-ব্য়াটার ৷

পাশাপাশি কপিল দেবকে টপকে টেস্ট ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম হাফসেঞ্চুরির নজিরও এল পন্তের ব্য়াটেই ৷ উল্লেখ্য, ভারতীয় ব্য়াটার হিসেবে লাল বলের ক্রিকেটে 28 বলে দ্রুততম হাফসেঞ্চুরির নজির নিজের ঝুলিতেই রেখেছেন বাঁ-হাতি ব্য়াটার ৷ এদিন অল্পের জন্য সেই রেকর্ড ভাঙতে পারলেন না পন্ত ৷ তবে সমালোচনা সত্ত্বেও অজি বোলারদের চোখে চোখ রেখে তাঁর এই দাপুটে ব্যাটিং সত্যিই প্রশংসনীয় ৷

চার রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ভারত এদিন 59 রানে তিন উইকেট হারানোর পর ক্রিজে আসেন পন্ত ৷ এসেই স্কট বোল্যান্ডকে প্রথম বলে ছক্কা হাঁকান স্টাম্পার-ব্য়াটার ৷ তাঁর 33 বলে 61 রানের ইনিংসে ছিল ছ'টি চার ও চারটি ছয় ৷ পন্ত ছাড়া দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত সেভাবে সফল নন কোনও ভারতীয় ব্য়াটার ৷ বোল্যান্ডের চার উইকেটে দ্বিতীয়দিনের শেষে ভারতের রান ছয় উইকেটে 141 ৷ ভারত এগিয়ে 145 রানে ৷

ভারতীয় ব্য়াটার হিসেবে টেস্টে দ্রুততম হাফসেঞ্চুরি:

  1. ঋষভ পন্ত (28 বল)- 2022 বনাম শ্রীলঙ্কা, বেঙ্গালুরু
  2. ঋষভ পন্ত (29 বল)- 2025* বনাম অস্ট্রেলিয়া, সিডনি
  3. কপিল দেব (30 বল)- 1982 বনাম পাকিস্তান, করাচি

আরও পড়ুন:

সিডনি, 4 জানুয়ারি: দলের বিপদের সময় তাঁর শট নির্বাচনের সমালোচনা করে সুনীল গাভাসকর 'স্টুপিড' সম্বোধন করেছিলেন তাঁকে ৷ শুধু তাই নয়, মেলবোর্ন টেস্টের মাঝে 'লিটল মাস্টার' বলেছিলেন, "ওর ভারতীয় ড্রেসিংরুমে ঢোকাই উচিত নয় ৷" কিন্তু ঋষভ পন্ত আছেন ঋষভ পন্তেই ৷ তিনি কোনও সমালোচনার যে ধার ধারেন না বোঝালেন সিডনিতে ৷ প্রথম ইনিংসে 40 রানে আউট হয়েছিলেন ৷ কিন্তু দ্বিতীয় ইনিংসে বিধ্বংসী অর্ধশতরানে ডন ব্র্য়াডম্যানের দেশে নজির গড়লেন স্টাম্পার-ব্যাটার ৷

সফরকারী ব্য়াটার হিসেবে ক্যাঙারুর দেশে দ্রুততম হাফসেঞ্চুরির মালিক হলেন পন্ত ৷ সিডনিতে 130 বছরের নজির ভাঙলেন বাঁ-হাতি ব্যাটার ৷ অস্ট্রেলিয়ার মাটিতে এতদিন সফরকারী ব্য়াটার হিসেবে দ্রুততম অর্ধশতরানের নজির যুগ্মভাবে ছিল ইংল্য়ান্ডের জন ব্রাউন (1895) এবং ওয়েস্ট ইন্ডিজের রয় ফ্রেডেরিক্সের (1975) ঝুলিতে ৷ 33 বলে অর্ধশতরান করেছিলেন তাঁরা ৷ এদিন সেই নজির ভেঙে 29 বলে অর্ধশতরান করেন ভারতীয় স্টাম্পার-ব্য়াটার ৷

পাশাপাশি কপিল দেবকে টপকে টেস্ট ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম হাফসেঞ্চুরির নজিরও এল পন্তের ব্য়াটেই ৷ উল্লেখ্য, ভারতীয় ব্য়াটার হিসেবে লাল বলের ক্রিকেটে 28 বলে দ্রুততম হাফসেঞ্চুরির নজির নিজের ঝুলিতেই রেখেছেন বাঁ-হাতি ব্য়াটার ৷ এদিন অল্পের জন্য সেই রেকর্ড ভাঙতে পারলেন না পন্ত ৷ তবে সমালোচনা সত্ত্বেও অজি বোলারদের চোখে চোখ রেখে তাঁর এই দাপুটে ব্যাটিং সত্যিই প্রশংসনীয় ৷

চার রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ভারত এদিন 59 রানে তিন উইকেট হারানোর পর ক্রিজে আসেন পন্ত ৷ এসেই স্কট বোল্যান্ডকে প্রথম বলে ছক্কা হাঁকান স্টাম্পার-ব্য়াটার ৷ তাঁর 33 বলে 61 রানের ইনিংসে ছিল ছ'টি চার ও চারটি ছয় ৷ পন্ত ছাড়া দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত সেভাবে সফল নন কোনও ভারতীয় ব্য়াটার ৷ বোল্যান্ডের চার উইকেটে দ্বিতীয়দিনের শেষে ভারতের রান ছয় উইকেটে 141 ৷ ভারত এগিয়ে 145 রানে ৷

ভারতীয় ব্য়াটার হিসেবে টেস্টে দ্রুততম হাফসেঞ্চুরি:

  1. ঋষভ পন্ত (28 বল)- 2022 বনাম শ্রীলঙ্কা, বেঙ্গালুরু
  2. ঋষভ পন্ত (29 বল)- 2025* বনাম অস্ট্রেলিয়া, সিডনি
  3. কপিল দেব (30 বল)- 1982 বনাম পাকিস্তান, করাচি

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.