পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

সবুজ-মেরুনে শেষ হাবাস যুগ, মোহনবাগানের নয়া কোচ মোলিনা - Mohun Bagan New Coach - MOHUN BAGAN NEW COACH

Jose Molina Becomes New Coach of Mohun Bagan: নয়া কোচ হিসেবে হোসে মোলিনার নাম ঘোষণা করল সবুজ-মেরুন ৷ মোহনবাগানের কোচ হিসেবে আন্তোনিও লোপেজের উত্তরসূরি হওয়ার পর কলকাতার ক্লাবকে আরও সাফল্য এনে দেওয়ার অঙ্গীকার করেছেন 2016 অ্যাটলেটিকো ডি কলকাতাকে খেতাব এনে দেওয়া কোচ ৷

Jose Molina
বাগানের নয়া কোচ মোলিনা (মোহনবাগান সুপার জায়ান্ট-এক্স হ্যান্ডল)

By ETV Bharat Bangla Team

Published : Jun 11, 2024, 7:16 PM IST

Updated : Jun 11, 2024, 8:02 PM IST

কলকাতা, 11 জুন:প্রথমবার ক্লাবকে লিগ শিল্ড এনে দেওয়া আন্তোনিও লোপেজ হাবাস কি আগামী মরশুমে কোচের হটসিটে থাকবেন? তা নিয়েই মোহনবাগানের অন্দরে চলছিল জল্পনা ৷ যদিও কানাঘুষো যা শোনা যাচ্ছিল তাতে হাবাস নয়, আসন্ন মরশুমের জন্য নয়া কোচের খোঁজে মোহনবাগান ৷ মঙ্গলবার বিকেলে সেই খবরেই পড়ল সিলমোহর ৷ নয়া কোচ হিসেবে হোসে মোলিনার নাম ঘোষণা করল সবুজ-মেরুন ৷

কোচ হিসেবে অভিজ্ঞতার ডালি নিয়েই বাগানে আসছেন মোলিনা ৷ জাতীয় দলের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব সামলানো স্প্যানিশ এই কোচ এর আগে 2016 মরশুমে এটিকে'র দায়িত্ব সামলেছিলেন ইন্ডিয়ান সুপার লিগে ৷ সেবার মোলিনার নেতৃত্বে ট্রফি জিতেছিল কলকাতার ফ্র্যাঞ্চাইজি ক্লাবটি ৷ বাগানের কোচ হতে পেরে খুশি মোলিনা বলেন, "ইতিহাস সমৃদ্ধ মোহনবাগান ক্লাবের অংশ হতে পেরে আমি সম্মানিত ৷ ডক্টর গোয়েঙ্কাকে আমি ধন্যবাদ জানাতে চাই এই সুযোগ দেওয়ার জন্য ৷"

2023-24 মরশুমে আইএসএলে লিগ শিল্ড জিতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-এর মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে ৷ তার আগে দলের কোর গ্রুপকে ধরে রাখলেও একাধিক বিদেশি পরিবর্তনের পথে হাঁটবে কলকাতা জায়ান্টরা ৷ তার আগে কোচ নিয়ে ছিল প্রশ্নচিহ্ন ৷ মঙ্গলের বিকেলে তা নিরসণ হল বলা চলে ৷ 2018-22 স্পেনের জাতীয় দলে টিডি'র দায়িত্ব সামলানো ছাড়াও ভিলারিয়ালের বিভিন্ন বয়সভিত্তিক দল, গেটাফে (বি), কিটচি এফসি'কে প্রশিক্ষণ দেওয়ার অভিজ্ঞতা রয়েছে মোলিনার ৷

ফুটবলার হিসেবে ভ্যালেন্সিয়া, ভিলারিয়াল, অ্যাটলেটিকো মাদ্রিদের মতো প্রথম সারির স্প্যানিশ ক্লাবে খেলেছেন মোলিনা ৷ জাতীয় সিনিয়র দলের হয়ে খেলেছেন 9টি ম্যাচ ৷ এখন দেখার, ভারতের মাটিতে মোলিনার প্রত্যাবর্তন কতোটা সুখের হয় ৷

Last Updated : Jun 11, 2024, 8:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details