রাজকোট, 12 জানুয়ারি:মাত্র 11 রানের জন্য শতরান হাতছাড়া করলেন হার্লিন দেওল ৷ সেই আক্ষেপ ঘুচিয়ে কেরিয়ারের প্রথম ওডিআই শতরানে রাজকোটে উজ্জ্বল জেমিমা রড্রিগেজ ৷ মিডল অর্ডার ব্যাটারের ঝোড়ো শতরানে ভর করে আইরিশদের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান-ডে ম্য়াচে রানের পাহাড়ে ভারত ৷ সেইসঙ্গে ওডিআই ইতিহাসে নিজেদের সর্বাধিক রানের ইনিংসও গড়ে ফেলল ভারতের মেয়েরা ৷ প্রথমে ব্য়াট করে পাঁচ উইকেটে 370 রান তুলল 'উইমেন ইন ব্লু' ৷
রবিবার টস জিতে প্রথমে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নিয়ে অবশ্য ভারতের বড় রানের ভিতটা তৈরি করে দিয়েছিলেন আধিনায়িকা স্মৃতি মন্ধনা এবং প্রতীকা রাওয়াল ৷ দু'জনের 157 রানের ওপেনিং জুটিতেই বড় রানের স্কোর মোটামুটি নিশ্চিত হয়ে যায় ৷ ঝোড়ো ব্যাটিং সত্ত্বেও দু'জনের কেউই তিন অঙ্কের রানে পৌঁছতে পারেননি ৷ 10টি চার এবং দু'টি ছক্কা হাঁকিয়ে মন্ধনা আউট হন 54 বলে 73 রান করে ৷ প্রতীকা ফেরেন 61 বলে 67 রান করে ৷ দুই ওপেনার দ্রুত ফেরার পর নিরঞ্জন শাহ স্টেডিয়ামে তৃতীয় উইকেটে 183 রান যোগ করেন হার্লিন দেওল এবং জেমিমা রড্রিগেজ ৷