কলকাতা, 12 জানুয়ারি: প্রথমবার পরোক্ষে রেফারিং নিয়ে সমালোচনার পথে হাঁটলেন অস্কার ব্রুঁজো । ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে ইস্টবেঙ্গল কোচ বললেন, ‘‘শুরুতেই ডিফেন্ডারদের মারাত্মক ভুলে গোল হজম করতে হয়েছে । তারপর পুরো দল পরিকল্পনা মতো খেললেও রেফারিংয়ের ভুলে ভুগতে হয়েছে । সৌভিক চক্রবর্তীর দ্বিতীয় হলুদ কার্ডটি সঠিক সিদ্ধান্ত । কিন্তু প্রথম হলুদ কার্ডটি মোটেই হলুদ কার্ড যোগ্য অপরাধ ছিল না ।’’
শুধু এই একবার নয়, আশিস রাইয়ের করা ফাউল অপরাধ কার্ড যোগ্য ছিল মনে করেন । তা যদি হত তাহলে মোহনবাগান সুপার জায়ান্টকেও অনেকটা সময় দশ জনে খেলতে হত বলে দাবি করেছেন অস্কার । গোলের সময় ডিফেন্ডারদের বিরাট ভুলের কথা মেনে নিলেও দলের খেলার প্রশংসা করেছেন লাল-হলুদ হেডস্যার । স্প্যানিশ মায়েস্ত্রো বলেছেন, “রক্ষণ নিয়ে একেবারেই খুশি নই । ব্যক্তিগত ভুলের কারণে গোল হজম করলাম । আমরা সেট-পিস থেকেও সুযোগ কাজে লাগাতে পারিনি । তবে দশ জনে মিলেও ফুটবলাররা যে লড়াই চালিয়ে গিয়েছে, তাতে খুশি ।” বিশেষ করে দশ জনে হয়ে যাওয়ার পরেও যেভাবে প্রতিপক্ষকে রুখে দিয়েছে তার প্রশংসা করেছেন । ওই সময় দু’দলই একটি করে গোলের সুযোগ পেয়েছিল বলে জানিয়েছেন । তবে ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে অস্কার ব্রুঁজোর আক্ষেপ পেনাল্টি না-পাওয়া নিয়ে । ইস্টবেঙ্গল হেডস্যরের দাবি, “অন্তত দু’টি পেনাল্টি দেওয়া হয়নি । আইএসএলে রেফারিং নিয়ে হতাশ ৷”
Full-time 💔#ISL #MBSGEBFC pic.twitter.com/VBIE4Izqxa
— East Bengal FC (@eastbengal_fc) January 11, 2025
দায়িত্ব নেওয়ার পরে পাঁচটি ম্যাচে দল পেনাল্টির সিদ্ধান্ত থেকে বঞ্চিত হয়েছে বলে অভিযোগ করেছেন । তবে এই হারের পরে সুপার সিক্সের সম্ভাবনা শেষ হয়ে গেল কি না এই প্রশ্নে উত্তর দেননি । কারণ আগে এই বিষয়ে যে মন্তব্য করেছিলেন তার ভুল ব্যাখ্যা হয়েছিল । নভেম্বরে দায়িত্ব নেওয়ার পরে ডিসেম্বরে দল ভালো খেললেও, চোট-আঘাত সমস্যা এগোনোর পথে অন্তরায় হয়ে উঠছে বলে মনে করেন । স্পষ্ট না-বললেও এখন তিনি প্রত্যেক ম্যাচ ধরে এগোতে চান । অস্কার বললেন, “আমাদের সবার প্রথমে সাউল ক্রেসপো, মহম্মদ রাকিপ, আনোয়ার আলি’দের সুস্থ করে তুলতে হবে । প্রত্যেক ম্যাচ ধরে এগোতে চাই ।”
ডার্বির ইতিহাসে সবচেয়ে কম সংখ্যক দর্শক ছিল গুয়াহাটিতে ৷ যা নিয়ে হতাশা গোপন করেননি অস্কার ব্রুঁজো । সোজাসুজি জানিয়েছেন, স্পেনে বা বিশ্বের কোনও দেশে এটা সম্ভব নয় ।