নয়াদিল্লি, 5 নভেম্বর: সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে গিয়ে সেখানে বসবাসকারী ভারতীয়দের নরেন্দ্র মোদি জানিয়েছিলেন, 2036 অলিম্পিক্স ভারতে দেখার জন্য প্রস্তুত হোন ৷ আর এবার আক্ষরিক অর্থেই প্রধানমন্ত্রীর সেই স্বপ্নপূরণের লক্ষ্যে ইতিবাচক পদক্ষেপ করল ভারত ৷ বলা ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশন ৷ 2036 সালে 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ' আয়োজন করতে চেয়ে আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটিকে চিঠি পাঠাল তাঁরা ৷ যা আনুষ্ঠানিকভাবে অলিম্পিক্স আয়োজনের ক্ষেত্রে প্রথম সদর্থক ভূমিকা বলে মনে করা হচ্ছে ৷
সংবাদসংস্থা আইএএনএস-এর তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে ৷ বিশেষ সূত্র মারফৎ সংবাদসংস্থাকে বলা হয়েছে, "2036 সালে দেশের মাটিতে অলিম্পিক্স ও প্য়ারালিম্পিক্স আয়োজনের বিষয়টিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গৃহিত হয়েছে ৷" ওই সূত্র মারফৎ আরও বলা হয়েছে এই সুযোগ ভারতকে অর্থনৈতিক দিক থেকে আরও শক্তিশালী করে তুলবে, সামাজিক উন্নয়ন হবে, সর্বোপরি যুব সম্প্রদায়ের ভিত আরও মজবুত হবে ৷
গতবছর মুম্বইয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সেশনে প্রথমবার গেমস আয়োজনের অভিপ্রায় প্রথমবার সামনে এনেছিলেন নরেন্দ্র মোদি ৷ এরপর একাধিক জায়গায় ভারতের মাটিতে 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ' আয়োজনের ব্য়াপারে তাঁকে বদ্ধপরিকর বলে মনে হয়েছে ৷ চলতি বছর স্বাধীনতা দিবসে নয়াদিল্লিতে তাঁর বাসভবনে প্যারিস অলিম্পিক্সে অংশ নেওয়া দেশের অ্যাথলিটদের সঙ্গে সাক্ষাত করেন মোদি ৷ সেখানে তিনি বলেন, "ভারত 2016 অলিম্পিক্স আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ৷ তাই প্যারিসে অংশগ্রহণ করা সকল অ্যাথলিটের উল্লেখযোগ্য ইনপুট এক্ষেত্রে ভীষণই গুরুত্বপূর্ণ ৷ তোমরা নিঃসন্দেহে বহু কিছু উপলব্ধি করেছ এবং অভিজ্ঞতা সঞ্চয় করেছে ৷ 2036 অলিম্পিক্স আয়োজনে যাতে কোনওরকম খুঁত না-থাকে তাই তোমাদের অভিজ্ঞতা সরকারের কাছে সর্বাগ্রে মূল্যবান ৷"
এরপর সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে নিউইয়র্কের নাসাউ কলোসিয়ামে সেদেশে বসবাসকারী ভারতীয়দের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, "কিছুদিন আগেই প্য়ারিস অলিম্পিক্স শেষ হয়েছে ৷ খুব শীঘ্রই ভারতের মাটিতেও অলিম্পিক্স দেখার জন্য প্রস্তুত হন ৷" আর এরপর অলিম্পিক্স গভর্নিং বডির কাছে অলিম্পিক্স আয়োজন করতে চেয়ে চিঠি নিঃসন্দেহে দৃষ্টান্তমূলক পদক্ষেপ ৷ জানা গিয়েছে, গত 1 অক্টোবর ভারতের তরফে সেই চিঠি গিয়েছে আইওসি'র কাছে ৷ ভারত ছাড়াও 2036 অলিম্পিক্স আয়োজন করতে চেয়ে ইতিমধ্যেই ইচ্ছেপ্রকাশ করেছে মেক্সিকো, পোল্যান্ড, মিশর, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, ইন্দোনেশিয়ার মত দেশগুলি ৷