লন্ডন, 31 জানুয়ারি: হায়দরাবাদ টেস্টে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে রোহিত শর্মা পুরোপুরি 'স্যুইচ অফ' ছিলেন ৷ এমনটাই মনে করেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন ৷ বরং সেখানে বিরাট কোহলি ভারতীয় দলের অধিনায়ক হলে, তারা অনেক সহজেই ম্যাচ জিততে পারত বলে জয়েন্ট ইউটিউব চ্যানেলে মন্তব্য করলেন তিনি ৷
প্রথম ইনিংসে 190 রানে এগিয়ে থেকেও ভারতীয় দল 28 রানের বিশ্রী হারের শিকার হন ৷ যে হারের জন্য রোহিত শর্মা এবং ভারতীয় স্পিনারদের দায়ী করা হচ্ছে ৷ মূলত, ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের শেষ পাঁচ উইকেটে 257 রান দিয়েছে ভারতীয় বোলাররা ৷ যেখানে রোহিত শর্মার অতিরক্ষণাত্মক অধিনায়কত্বের সমালোচনা হচ্ছে ৷ তার উপরে এই সিরিজের প্রথম দুই ম্যাচ খেলছেন না বিরাট কোহলি ৷ ফলে 231 রান তাড়া করতে নেমে মিডল-অর্ডারে ভরসা জোগানোর জন্য কেউই ছিলেন না ৷
এ নিয়ে জয়েন্ট ইউটিউব চ্যানেল 'ক্লাব প্রাইরি ফায়ারে' নিজের মতামত পেশ করার সময়, বিরাট কোহলি প্রসঙ্গে টেনে আনেন মাইকেল ভন ৷ তিনি বলেন, "টেস্ট ক্রিকেটে ওরা বিরাট কোহলির অধিনায়কত্বের অভাববোধ করছে ৷ বিরাটের অধিনায়কত্বে ওই সপ্তাহে ভারত কখনই ওই ম্যাচ হারত না ৷" আর এখানেই রোহিতের অধিনায়কত্ব নিয়ে কঠোর সমালোচনা করলেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক ৷ এমনকি মাঠে সক্রিয় না থাকা নিয়েও রোহিতের সমালোচনা করেছেন তিনি ৷
ভন বলেন, "আমি মনে করি ম্যাচে রোহিত শর্মার অধিনায়কত্ব, খুব খুব খারাপ ছিল ৷ ও অনেক বেশি সবকিছুতে রিয়্যাক্ট করছিল ৷ আমার মনে হয় না মাঠে রোহিত তাঁর কৌশলে বা তাঁর বোলিং পরিবর্তন নিয়ে যথেষ্ঠ সক্রিয় ছিল ৷ এমনকি ওলি পোপের স্যুইপ ও রিভার্স স্যুইপ শটের কোনও জবাব ওর কাছে ছিল না ৷" বিরাটের অধিনায়কত্ব ছাড়ার পর, ভারত ঘরের মাঠে এখনও পর্যন্ত দু’টি টেস্ট হেরেছে ও অনেক বেশি ম্যাচ ড্র করেছে ৷ সেই সঙ্গে আইসিসি ব়্যাংকিংয়েও একনম্বর জায়গা খুইয়েছে ভারত ৷
আরও পড়ুন:
- ইংল্যান্ডের কাছে প্রথম টেস্টে লজ্জাজনক হার, পয়েন্ট তালিকায় পাঁচে নামল ভারত
- বিরাটহীন দ্বিতীয় টেস্টের দলে নেই আরও দুই তারকা ক্রিকেটার, বিপাকে রোহিতরা
- বিমানে জল খাওয়ার পরই অসুস্থ ভারতীয় দলে খেলা ক্রিকেটার, হাসপাতালে ভরতি