পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

'স্যুইচ অফ' রোহিত, বিরাট থাকলে হায়দরাবাদে হারত না ভারত; মত ভনের - India vs England

Michael Vaughan on India's Lost against England: প্রথম ইনিংসে 190 রানের লিড নিয়েও হায়দরাবাদ টেস্ট হারতে হয়েছে ভারতকে ৷ সমালোচনার মুখে রোহিত শর্মার দ্বিতীয় ইনিংসের ডিফেন্সিভ ফিল্ডিং ৷ যে সমালোচনার আগুনে ঘৃতাহুতি প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভনের ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Jan 31, 2024, 12:49 PM IST

লন্ডন, 31 জানুয়ারি: হায়দরাবাদ টেস্টে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে রোহিত শর্মা পুরোপুরি 'স্যুইচ অফ' ছিলেন ৷ এমনটাই মনে করেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন ৷ বরং সেখানে বিরাট কোহলি ভারতীয় দলের অধিনায়ক হলে, তারা অনেক সহজেই ম্যাচ জিততে পারত বলে জয়েন্ট ইউটিউব চ্যানেলে মন্তব্য করলেন তিনি ৷

প্রথম ইনিংসে 190 রানে এগিয়ে থেকেও ভারতীয় দল 28 রানের বিশ্রী হারের শিকার হন ৷ যে হারের জন্য রোহিত শর্মা এবং ভারতীয় স্পিনারদের দায়ী করা হচ্ছে ৷ মূলত, ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের শেষ পাঁচ উইকেটে 257 রান দিয়েছে ভারতীয় বোলাররা ৷ যেখানে রোহিত শর্মার অতিরক্ষণাত্মক অধিনায়কত্বের সমালোচনা হচ্ছে ৷ তার উপরে এই সিরিজের প্রথম দুই ম্যাচ খেলছেন না বিরাট কোহলি ৷ ফলে 231 রান তাড়া করতে নেমে মিডল-অর্ডারে ভরসা জোগানোর জন্য কেউই ছিলেন না ৷

এ নিয়ে জয়েন্ট ইউটিউব চ্যানেল 'ক্লাব প্রাইরি ফায়ারে' নিজের মতামত পেশ করার সময়, বিরাট কোহলি প্রসঙ্গে টেনে আনেন মাইকেল ভন ৷ তিনি বলেন, "টেস্ট ক্রিকেটে ওরা বিরাট কোহলির অধিনায়কত্বের অভাববোধ করছে ৷ বিরাটের অধিনায়কত্বে ওই সপ্তাহে ভারত কখনই ওই ম্যাচ হারত না ৷" আর এখানেই রোহিতের অধিনায়কত্ব নিয়ে কঠোর সমালোচনা করলেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক ৷ এমনকি মাঠে সক্রিয় না থাকা নিয়েও রোহিতের সমালোচনা করেছেন তিনি ৷

ভন বলেন, "আমি মনে করি ম্যাচে রোহিত শর্মার অধিনায়কত্ব, খুব খুব খারাপ ছিল ৷ ও অনেক বেশি সবকিছুতে রিয়্যাক্ট করছিল ৷ আমার মনে হয় না মাঠে রোহিত তাঁর কৌশলে বা তাঁর বোলিং পরিবর্তন নিয়ে যথেষ্ঠ সক্রিয় ছিল ৷ এমনকি ওলি পোপের স্যুইপ ও রিভার্স স্যুইপ শটের কোনও জবাব ওর কাছে ছিল না ৷" বিরাটের অধিনায়কত্ব ছাড়ার পর, ভারত ঘরের মাঠে এখনও পর্যন্ত দু’টি টেস্ট হেরেছে ও অনেক বেশি ম্যাচ ড্র করেছে ৷ সেই সঙ্গে আইসিসি ব়্যাংকিংয়েও একনম্বর জায়গা খুইয়েছে ভারত ৷

আরও পড়ুন:

  1. ইংল্যান্ডের কাছে প্রথম টেস্টে লজ্জাজনক হার, পয়েন্ট তালিকায় পাঁচে নামল ভারত
  2. বিরাটহীন দ্বিতীয় টেস্টের দলে নেই আরও দুই তারকা ক্রিকেটার, বিপাকে রোহিতরা
  3. বিমানে জল খাওয়ার পরই অসুস্থ ভারতীয় দলে খেলা ক্রিকেটার, হাসপাতালে ভরতি

ABOUT THE AUTHOR

...view details