রাজকোট, 15 ফেব্রুয়ারি: চলতি বছরের জুন মাসে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ ও মার্কিন মুলুকে বসতে চলেছে আইসিসি টি-20 বিশ্বকাপের আসর। এই বিশ্বকাপে কে ভারতকে নেতৃত্ব দেবেন তা নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। এবার সেই জল্পনার অবসান ঘটালেন বিসিসিআই সচিব জয় শাহ ৷ বুধবার সৌরাষ্ট্রে একটি ক্রিকেট সংস্থার অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি জানান, 2024 টি-20 বিশ্বকাপে ভারত রোহিত শর্মার হাত ধরে ট্রফি জিতবে ৷
ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে এখনও দল ঘোষণা হয়নি ৷ আর তার আগেই অধিনায়ক ও কোচের নামে প্রকাশে জানিয়ে দিলেন বোর্ড সচিব ৷ জয় শাহ বলেন, "গত বছর এক দিনের বিশ্বকাপে টানা 10টা ম্যাচ জেতার পরেও আমরা আমদাবাদে ফাইনালে হেরে গিয়েছিলাম। কিন্তু আমি কথা দিচ্ছি, এই বছর বার্বাডোজে রোহিত শর্মার নেতৃত্বেই আমরা টি-20 বিশ্বকাপ জিতব।" গত বছরের শুরু থেকে হার্দিক টি-20 দলের নেতা হয়ে আসছেন। যদিও এই অলরাউন্ডার চোটের কারণে এখন চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তাই কবে দলে ফিরবেন সেই বিষয়টি ঠিক নেই। তাই বোর্ড রোহিতের হাতেই গুরুদায়িত্ব দিতে চান।