পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

যশস্বীর গোল্ডেন ডাক ! প্যাভিলিয়নে রাহুল-কোহলি-গিল; অ্যাডিলেডে চাপে ভারত - INDIA VS AUSTRALIA PINK BALL TEST

2020-21 সিরিজে এই অ্যাডিলেডেই 36 রানে বান্ডিল হয়ে যাওয়ার লজ্জার ইতিহাস রয়েছে ভারতের ৷

India vs Australia Pink Ball Test
ম্যাচের প্রথম বলেই উইকেট হারিয়ে চাপে ভারত (ইটিভি ভারত)

By ETV Bharat Sports Team

Published : Dec 6, 2024, 9:45 AM IST

Updated : Dec 6, 2024, 11:41 AM IST

অ্য়াডিলেড, 6 ডিসেম্বর:পারথে তাঁর ব্যাটেই জিতেছিল ভারত ৷ অ্যাডিলেড ওভালে ম্যাচের প্রথম বলেই ফিরলেন যশস্বী জয়সওয়াল ৷ দুরন্ত বলে ভারতীয় ক্রিকেটের উদীয়মান তারাকে প্যাভিলিয়নে ফিরিয়েছেন মিচেল স্টার্ক ৷ গিল হাত খুলে খেলার চেষ্টা করলেও নড়বড়ে দেখাচ্ছিল রাহুলকে ৷ পাঁচবলের মধ্যে দু’বার ক্যাচ তুলেছিলেন তিনি ৷

যদিও অজিরা দু’টি ক্যাচই ফস্কায় ৷ তা সত্ত্বেও ইনিংস দীর্ঘায়িত করতে পারেননি কর্ণাটকী ব্যাটার ৷ উইকেট কার্যত ছুঁড়ে দিয়ে এসেছেন বিরাট কোহলিও ৷ প্যাভিলিয়নে শুভমন গিলও ৷ চা-পানের বিরতিতে ভারতের স্কোর 82/4 ৷ ক্রিজে রয়েছেন ঋষভ পন্থ ও রোহিত শর্মা ৷

অ্যাডিলেড ওভালে টস জিতেছেন রোহিত শর্মা ৷ খানিকটা প্রত্যাশিতভাবেই প্রথমে ব্যাট করছে ভারত ৷ পারথে সিরিজের প্রথম ম্যাচে একপেশে জয় ৷ মানসিকভাবে এগিয়ে থেকে অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে নামছে ভারত ৷ যদিও এই ম্যাচে বসলেন প্রথম টেস্টের একাদশে থাকা ধ্রুব জুরেল, দেবদত্ত পাড়িক্কল ও ওয়াশিংটন সুন্দর ৷ গোলাপি বল টেস্টে দলে এসেছেন রোহিত শর্মা, শুভমন গিল ও রবিচন্দ্রন অশ্বিন ৷দিন-রাতের টেস্টে প্রতিশোধ নেওয়ার লক্ষ্যে থাকবে টিম ইন্ডিয়া ৷ 2020-21 সিরিজে 36 রানে গুটিয়ে গিয়েছিল ভারতীয় দল । বর্ডার গাভাসকর ট্রফির দ্বিতীয় ম্যাচে বদলা নেওয়ার সুযোগ রয়েছে রোহিতদের সামনে ৷

ভারত বনাম অস্ট্রেলিয়া, দ্বিতীয় টেস্টের একাদশ

ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), জসপ্রীত বুমরা (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সিরাজ, হর্ষিত রানা, নীতীশ কুমার রেড্ডি

অস্ট্রেলিয়া: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স কেরি (উইকেটরক্ষক), ট্র্যাভিস হেড, উসমান খোয়াজা, মারনাস লাবুসেন, নাথান লিয়ন, মিচেল মার্শ, নাথান ম্যাকসুইনি, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক

আরও পড়ুন

Last Updated : Dec 6, 2024, 11:41 AM IST

ABOUT THE AUTHOR

...view details