ETV Bharat / sports

নিষিদ্ধ ওষুধ সেবন ! নির্বাসিত বিশ্বের এক নম্বর টেনিস তারকা - TENNIS PLAYER BANNED

মাস্টার্স 1000 টুর্নামেন্টের মাঝে ডোপ টেস্টে ধরা পড়েছিলেন তিনি ৷ নিষিদ্ধ স্টেরয়েড ব্যবহারের অপরাধে 3 মাসের জন্য ব্যান করা হল সিনারকে ৷

Top ranked Tennis Player Jannik Sinner gets three months ban
নির্বাসিত বিশ্বের এক নম্বর টেনিস তারকা (AP)
author img

By ETV Bharat Sports Team

Published : Feb 15, 2025, 5:17 PM IST

Updated : Feb 15, 2025, 5:30 PM IST

লন্ডন, 15 ফেব্রুয়ারি: নিষিদ্ধ ওষুধ ব্যবহারের দায়ে নির্বাসিত হয়েছিলেন 2024 সালের শুরুতে ৷ বিশ্ব ব়্যাংকিংয়ে শীর্ষে থাকা জ্যানিক সিনার অবশ্য জানিয়েছিলেন, নিষিদ্ধ অ্যানাবলিক স্টেরয়েড তিনি ভুল করে নিয়েছিলেন ৷ আবেদনের ভিত্তিতে নির্বাসন সহজে প্রত্যাহার হয়ে গিয়েছিল ৷ যা নিয়ে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছিল ৷

নিষিদ্ধ ওযুধ সেবনের দায়ে 2024-এর মার্চে মাস্টার্স 1000 টুর্নামেন্টের মাঝে ডোপ টেস্টে ধরা পড়েছিলেন তিনি ৷ চার বছর সাসপেন্ড হওয়ার আশঙ্কা থাকলেও সিনারের আবেদনে সেই সাসপেনশন দ্রুত প্রত্যাহার হয়ে যায় ৷ তারপরই আন্তর্জাতিক টেনিস ইন্টিগ্রিটি এজেন্সি’র তাঁকে ব্যান না-করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছিল বিশ্ব অ্যান্টি-ডোপিং সংস্থা ৷ সিনারের ব্যাখ্যা ছিল, ম্যাসাজ নেওয়ার সময় তাঁর আঙুল কেটে যায় ৷ তিনি তাতে যে ওষুধ ব্যবহার করেছিলেন তাতে ক্লোস্টেবল ছিল ৷ শেষ পর্যন্ত নিষিদ্ধ স্টেরয়েড ব্যবহারের অপরাধে 3 মাসের জন্য ব্যান করা হল সিনারকে ৷ তা মেনে নিয়েছেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ৷

সম্প্রতি বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম ঝুলিতে পুরেছেন জ্যানিক সিনার ৷ 23 বছরের ইতালীয় তরুণের এটি তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম জয় ৷ রড লেভার এরিনায় প্রতিপক্ষ আলেকজান্ডার জেরেভকে দাঁত ফোটানোর সুযোগই দেননি সিনার ৷ রাফায়েল নাদালের পর প্রথম খেলোয়াড় হিসেবে জীবনের প্রথম গ্র্যান্ড স্ল্যাম রিটেন করেন ইতালির তারকা ৷ 2005 সালে জীবনের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন রাফায়েল নাদাল ৷ পরের বছর লাল সুরকিতে ফের সম্রাটের আসনে বসেছিলেন রাফা ৷ কিংবদন্তির পর প্রথম টেনিস খেলোয়াড় জ্যানিক সিনার, যিনি জীবনের প্রথম গ্র্যান্ড স্ল্যাম রিটেন করলেন ৷

আরও পড়ুন

লন্ডন, 15 ফেব্রুয়ারি: নিষিদ্ধ ওষুধ ব্যবহারের দায়ে নির্বাসিত হয়েছিলেন 2024 সালের শুরুতে ৷ বিশ্ব ব়্যাংকিংয়ে শীর্ষে থাকা জ্যানিক সিনার অবশ্য জানিয়েছিলেন, নিষিদ্ধ অ্যানাবলিক স্টেরয়েড তিনি ভুল করে নিয়েছিলেন ৷ আবেদনের ভিত্তিতে নির্বাসন সহজে প্রত্যাহার হয়ে গিয়েছিল ৷ যা নিয়ে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছিল ৷

নিষিদ্ধ ওযুধ সেবনের দায়ে 2024-এর মার্চে মাস্টার্স 1000 টুর্নামেন্টের মাঝে ডোপ টেস্টে ধরা পড়েছিলেন তিনি ৷ চার বছর সাসপেন্ড হওয়ার আশঙ্কা থাকলেও সিনারের আবেদনে সেই সাসপেনশন দ্রুত প্রত্যাহার হয়ে যায় ৷ তারপরই আন্তর্জাতিক টেনিস ইন্টিগ্রিটি এজেন্সি’র তাঁকে ব্যান না-করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছিল বিশ্ব অ্যান্টি-ডোপিং সংস্থা ৷ সিনারের ব্যাখ্যা ছিল, ম্যাসাজ নেওয়ার সময় তাঁর আঙুল কেটে যায় ৷ তিনি তাতে যে ওষুধ ব্যবহার করেছিলেন তাতে ক্লোস্টেবল ছিল ৷ শেষ পর্যন্ত নিষিদ্ধ স্টেরয়েড ব্যবহারের অপরাধে 3 মাসের জন্য ব্যান করা হল সিনারকে ৷ তা মেনে নিয়েছেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ৷

সম্প্রতি বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম ঝুলিতে পুরেছেন জ্যানিক সিনার ৷ 23 বছরের ইতালীয় তরুণের এটি তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম জয় ৷ রড লেভার এরিনায় প্রতিপক্ষ আলেকজান্ডার জেরেভকে দাঁত ফোটানোর সুযোগই দেননি সিনার ৷ রাফায়েল নাদালের পর প্রথম খেলোয়াড় হিসেবে জীবনের প্রথম গ্র্যান্ড স্ল্যাম রিটেন করেন ইতালির তারকা ৷ 2005 সালে জীবনের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন রাফায়েল নাদাল ৷ পরের বছর লাল সুরকিতে ফের সম্রাটের আসনে বসেছিলেন রাফা ৷ কিংবদন্তির পর প্রথম টেনিস খেলোয়াড় জ্যানিক সিনার, যিনি জীবনের প্রথম গ্র্যান্ড স্ল্যাম রিটেন করলেন ৷

আরও পড়ুন

Last Updated : Feb 15, 2025, 5:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.