লন্ডন, 15 ফেব্রুয়ারি: নিষিদ্ধ ওষুধ ব্যবহারের দায়ে নির্বাসিত হয়েছিলেন 2024 সালের শুরুতে ৷ বিশ্ব ব়্যাংকিংয়ে শীর্ষে থাকা জ্যানিক সিনার অবশ্য জানিয়েছিলেন, নিষিদ্ধ অ্যানাবলিক স্টেরয়েড তিনি ভুল করে নিয়েছিলেন ৷ আবেদনের ভিত্তিতে নির্বাসন সহজে প্রত্যাহার হয়ে গিয়েছিল ৷ যা নিয়ে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছিল ৷
নিষিদ্ধ ওযুধ সেবনের দায়ে 2024-এর মার্চে মাস্টার্স 1000 টুর্নামেন্টের মাঝে ডোপ টেস্টে ধরা পড়েছিলেন তিনি ৷ চার বছর সাসপেন্ড হওয়ার আশঙ্কা থাকলেও সিনারের আবেদনে সেই সাসপেনশন দ্রুত প্রত্যাহার হয়ে যায় ৷ তারপরই আন্তর্জাতিক টেনিস ইন্টিগ্রিটি এজেন্সি’র তাঁকে ব্যান না-করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছিল বিশ্ব অ্যান্টি-ডোপিং সংস্থা ৷ সিনারের ব্যাখ্যা ছিল, ম্যাসাজ নেওয়ার সময় তাঁর আঙুল কেটে যায় ৷ তিনি তাতে যে ওষুধ ব্যবহার করেছিলেন তাতে ক্লোস্টেবল ছিল ৷ শেষ পর্যন্ত নিষিদ্ধ স্টেরয়েড ব্যবহারের অপরাধে 3 মাসের জন্য ব্যান করা হল সিনারকে ৷ তা মেনে নিয়েছেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ৷
BREAKING:
— The Tennis Letter (@TheTennisLetter) February 15, 2025
WADA announces they’ve agreed to a case resolution in Jannik Sinner’s case.
His suspension will last from February 9th to May 4th.
WADA accepted that Jannik DID NOT CHEAT or have any performance enhancing benefit.
“WADA accepts that Mr. Sinner did not intend to… pic.twitter.com/7Nfc1k2UNp
সম্প্রতি বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম ঝুলিতে পুরেছেন জ্যানিক সিনার ৷ 23 বছরের ইতালীয় তরুণের এটি তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম জয় ৷ রড লেভার এরিনায় প্রতিপক্ষ আলেকজান্ডার জেরেভকে দাঁত ফোটানোর সুযোগই দেননি সিনার ৷ রাফায়েল নাদালের পর প্রথম খেলোয়াড় হিসেবে জীবনের প্রথম গ্র্যান্ড স্ল্যাম রিটেন করেন ইতালির তারকা ৷ 2005 সালে জীবনের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন রাফায়েল নাদাল ৷ পরের বছর লাল সুরকিতে ফের সম্রাটের আসনে বসেছিলেন রাফা ৷ কিংবদন্তির পর প্রথম টেনিস খেলোয়াড় জ্যানিক সিনার, যিনি জীবনের প্রথম গ্র্যান্ড স্ল্যাম রিটেন করলেন ৷