মুম্বই, 21 জুন:নভেম্বরেদক্ষিণ আফ্রিকা সফরে টিম ইন্ডিয়া ৷ প্রোটিয়াদের বিরুদ্ধে কুড়ি-বিশের চারটি ম্যাচ খেলবে 'মেন ইন ব্লু' ৷ এই টি-20 আন্তর্জাতিক সিরিজ শুরু 8 নভেম্বর যা চলবে 15 নভেম্বর পর্যন্ত। তবে রামধনুর দেশে পাড়ি দেওয়ার আগে দেশের মাটিতে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলবে ভারত ৷ দক্ষিণ আফ্রিকা সফর শেষে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলবে টিম ইন্ডিয়া ৷
ভারতে দক্ষিণ আফ্রিকা সফরে ডারবানের কিংসমিড স্টেডিয়ামে 8 নভেম্বর শুক্রবার থেকে শুরু হওয়া চার ম্যাচের টি-20 সিরিজ শুরু হয়েছে ৷ পরের ম্যাচটি রয়েছে 10 নভেম্বর, রবিবার ৷ রোহিত বাহিনী সেই ম্যাচ খেলবে সেন্ট জর্জ পার্কে ৷ টি-20 সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে হাইওয়েল্ডে ৷ সেখানে সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে আগামী 13 নভেম্বর বুধবার ভারত খেলবে প্রোটিয়াদের সঙ্গে ৷ জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে 16 নভেম্বর, শুক্রবার সিরিজের শেষ ম্যাচে নামবে ভারত ৷
ভারত ও দক্ষিণ আফ্রিকা সফরের সময়সূচি
- শুক্রবার, 8 নভেম্বর
দক্ষিণ আফ্রিকা-ভারত, হলিউডবেটস কিংসমিড স্টেডিয়াম
- রবিবার, 10 নভেম্বর
দক্ষিণ আফ্রিকা-ভারত, ডাফাবেট সেন্ট জর্জ পার্ক
- বুধবার, 13 নভেম্বর