বিশাখাপত্তনম, 4 ফেব্রুয়ারি:হায়দরাবাদে প্রথম টেস্ট জিতে নিয়েছে ব্রিটিশ বাহিনী ৷ সেখানে ব্যাটিং ও বোলিংয়ে রোহিত অ্যান্ড কোম্পানিকে পর্যুদস্ত করেছিল ইংল্যান্ড ৷ কিন্তু ভাইজ্যাগে দ্বিতীয় টেস্টের ছবিটা প্রথমদিন থেকেই উলটো ৷ প্রথম ইনিংসে ব্যাটিংয়ে যেমন দাপট দেখিয়েছেন যশস্বী জয়সওয়াল, তেমনই বল হাতে ছ'টি উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডকে প্রথম ইনিংসে স্বল্প রানে গুটিয়ে দেন বুমরা ৷ এরপর রবিবার তৃতীয়দিনে ভারতের হয়ে সেঞ্চুরি হাঁকালেন শুভমন গিল ৷ সবমিলিয়ে সিরিজে সমতা ফেরাতে দ্বিতীয় টেস্টে ব্রিটিশদের 399 রানের লক্ষ্যমাত্রা দিল টিম ইন্ডিয়া ৷
আজকের ম্যাচে অনবদ্য শতরান করেন 22 বছর বয়সি এই পঞ্জাব ব্যাটার শুভমন গিল ৷ শেষে পর্যন্ত 108 রানে আউট হন গিল। 11টি চার ও 2টি ছয়ে সাজানো তাঁর ইনিংস। ব্রিটিশদের 399 রানের লক্ষ্যমাত্রা দেয় টিম ইন্ডিয়া ৷ 255 রানে শেষ হয় ভারতের দ্বিতীয় ইনিংস। জবাবে তৃতীয়দিনের শেষে 1 উইকেট হারিয়ে 67 রান তুলেছে ৷ অর্থাৎ, সমতা ফেরাতে ভারতের চাই 9টি উইকেট ৷ অন্যদিকে সিরিজে ব্যবধান বাড়াতে স্টোকসদের দরকার 332 রান ৷