পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ভাইজ্যাগে অ্যাডভান্টেজ ভারত, সিরিজে সমতা ফেরাতে রোহিতদের দরকার 9 উইকেট - রোহিত

India vs England 2nd Test: সিরিজে সমতা ফেরাতে মরিয়া রোহিতব্রিগেড ৷ হায়দরাবাদ টেস্ট বেন স্টোকসরা পকেটে পুড়লেও বিশাখাপত্তনম টেস্ট নিজেদের দখলে নিতে চায় শুভমনরা ৷ 22 বছর বয়সি এই পঞ্জাব ব্যাটার রবিবার একবছর পর শতরান করেছেন ৷ রবিবার তৃতীয় দিনের শেষে ভারতের চাই এখন 9টি উইকেট ৷ অন্যদিকে সিরিজে ব্যবধান বাড়াতে ব্রিটিশ বাহিনীর দরকার 332 রান ৷

সিরিজে সমতা ফেরাতে রোহিতদের দরকার 9 উইকেট
India vs England 2nd Test

By ETV Bharat Bangla Team

Published : Feb 4, 2024, 5:41 PM IST

Updated : Feb 4, 2024, 8:16 PM IST

বিশাখাপত্তনম, 4 ফেব্রুয়ারি:হায়দরাবাদে প্রথম টেস্ট জিতে নিয়েছে ব্রিটিশ বাহিনী ৷ সেখানে ব্যাটিং ও বোলিংয়ে রোহিত অ্যান্ড কোম্পানিকে পর্যুদস্ত করেছিল ইংল্যান্ড ৷ কিন্তু ভাইজ্যাগে দ্বিতীয় টেস্টের ছবিটা প্রথমদিন থেকেই উলটো ৷ প্রথম ইনিংসে ব্যাটিংয়ে যেমন দাপট দেখিয়েছেন যশস্বী জয়সওয়াল, তেমনই বল হাতে ছ'টি উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডকে প্রথম ইনিংসে স্বল্প রানে গুটিয়ে দেন বুমরা ৷ এরপর রবিবার তৃতীয়দিনে ভারতের হয়ে সেঞ্চুরি হাঁকালেন শুভমন গিল ৷ সবমিলিয়ে সিরিজে সমতা ফেরাতে দ্বিতীয় টেস্টে ব্রিটিশদের 399 রানের লক্ষ্যমাত্রা দিল টিম ইন্ডিয়া ৷

আজকের ম্যাচে অনবদ্য শতরান করেন 22 বছর বয়সি এই পঞ্জাব ব্যাটার শুভমন গিল ৷ শেষে পর্যন্ত 108 রানে আউট হন গিল। 11টি চার ও 2টি ছয়ে সাজানো তাঁর ইনিংস। ব্রিটিশদের 399 রানের লক্ষ্যমাত্রা দেয় টিম ইন্ডিয়া ৷ 255 রানে শেষ হয় ভারতের দ্বিতীয় ইনিংস। জবাবে তৃতীয়দিনের শেষে 1 উইকেট হারিয়ে 67 রান তুলেছে ৷ অর্থাৎ, সমতা ফেরাতে ভারতের চাই 9টি উইকেট ৷ অন্যদিকে সিরিজে ব্যবধান বাড়াতে স্টোকসদের দরকার 332 রান ৷

এদিন ভারতের দ্বিতীয় ইনিংস 255 রানে শেষ হওয়ার পর জয়ের জন্য স্টোকসদের লক্ষ্য দাঁড়ায় 399 রান। এই রানের টার্গেট তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে আক্রমণাত্মক মেজাজে শুরু করেন জ্যাক ক্রাউলি ও বেন ডাকেট। 50 রানের পার্টনারশিপও করেন। বেন ডাকেট 28 রান করে অশ্বিনের শিকার হন ৷ জ্যাক ক্রলি 29 এবং রেহান আহমেদ 9 রানে ক্রিজে অপরাজিত রয়েছেন ৷ চতুর্থদিন মুকেশ কুমার, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা এবং রবিচন্দ্রন অশ্বিন সমৃদ্ধ ভারতীয় বোলিং বিভাগের বিরুদ্ধে আক্রমণ মূলত ইংরেজ ব্যাটারদের ৷ ম্যাচের বাকি এখনও দু'দিন ৷ সুতরাং, ম্যাচের ফলাফল যে হবেই সেটা একপ্রকার নিশ্চিত ৷ সোমবার স্বভাবতই ক্রিকেট অনুরাগীদের নজর থাকবে বিশাখাপত্তনমে ৷

আরও পড়ুন:

  1. অপেক্ষার অবসান শুভমনের ব্যাটে, পঞ্জাব ব্যাটারের সেঞ্চুরিতে দ্বিতীয় টেস্টে চালকের আসনে ভারত
  2. বাংলার বিপর্যয়ে ট্র্যাজিক হিরো সেই অনুষ্টুপ, প্রথম ইনিংসে মনোজরা পিছিয়ে 213 রানে
  3. জল্পনায় সিলমোহর! ভামিকার পর 'বিরুষ্কা'র জীবনে আসছে দ্বিতীয় সন্তান
Last Updated : Feb 4, 2024, 8:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details