দুবাই, 15 অক্টোবর: অস্ট্রেলিয়ার কাছে হারের পর মহিলাদের কুড়ি-বিশের বিশ্বকাপের শেষ চারে পৌঁছতে রবিবার পাকিস্তানের দিকে তাকিয়েছিল ভারত ৷ এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে খানিকটা উভয় সংকটে পড়েছিলেন দেশের ক্রিকেট অনুরাগীরা ৷ সে যাইহোক, নিউজিল্যান্ডের কাছে পাকিস্তানের বিশ্রী হারে কপাল পুড়ল ভারতের ৷ নিজেদের সেমিতে পৌঁছনোর যেটুকু সুযোগ ছিল, সেটুকুও হেলায় হারাল পাক মহিলা দল ৷ হেলায় কারণ, একটি-দু'টি নয়, নিউজিল্যান্ডের বিরুদ্ধে এদিন আট-আটটি ক্য়াচ ফেললেন পাক ফিল্ডাররা ৷
টস জিতে প্রথমে ব্যাট করে এদিন স্কোরবোর্ডে ছয় উইকেট হারিয়ে 110 রান তোলে কিউয়িরা ৷ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের মন্থর পিচে যা যথেষ্ট বেগ দেওয়ার মত ৷ কিন্তু পাক ফিল্ডাররা যে হারে এদিন ক্যাচ ফসকালেন, তাতে বিশ্বকাপের মত মঞ্চে তাদের প্রতিনিধিত্ব করা নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য ৷ ক্য়াচগুলো মিস না-হলে ব্ল্যাক-ক্যাপসদের ইনিংস যে অনেক আগেই শেষ হয়ে যেত, সে বিষয় কোনও সন্দেহ নেই ৷ পরিসংখ্য়ান বলছে পাকিস্তান ফিল্ডাররা এদিন অন্তিম ওভারে ফেলেছেন তিনটি ক্যাচ ৷ তার আগে পঞ্চম, ষষ্ঠ, অষ্টম, ষষ্ঠদশ এবং অষ্টাদশ ওভারে একটি করে ক্য়াচ ফসকান পাক ফিল্ডাররা ৷