কলকাতা, 10 জুন: কূটনীতির বাইরে গিয়ে যেখানেই প্রতিপক্ষ দুই দেশের নাম ভারত এবং পাকিস্তান হয়, সেখানে কোনও যুক্তি কাজ করে না ৷ যেটা কাজ করে, তা হল আবেগ ৷ রবিবার রাতে নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে আয়োজিত টি-20 বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ ঘিরেও ছিল সেরকমই এক আবেগ ৷ যে ম্যাচে দাঁড়িপাল্লার ভার কখনও ভারতের দিকে, তো কোনও সময় পাকিস্তানের পক্ষে ৷ রক্তচাপ বাড়ানো, লো-স্কোরিং থ্রিলারে শেষ হাসি হেসেছে ভারতীয় দল ৷ কিন্তু আবেগ সরিয়ে ম্যাচের বিশ্লেষণে গেলে, দুই দলেই একাধিক খামতি ধরা পড়বে ৷ মূলত, দুই দলের ব্যাটিংয়ে ৷ পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক মুস্তাক মহম্মদের ইটিভি ভারতকে দেওয়া এক্সক্লুসিভ প্রতিক্রিয়ায় সেই খামতির কথাই উঠে এল ৷
পাকিস্তানের প্রাক্তন টেস্ট অধিনায়কের মতে, ভারতের এই জয়ের অন্যতম কারণ, পাকিস্তান দলের দায়িত্বজ্ঞানহীন জঘন্য ক্রিকেট ৷ তিনি বলেন, "ভারত এই ম্যাচ জেতেনি, পাকিস্তান হেরেছে ৷ আর খুব জঘন্যভাবে হেরেছে ৷ লজ্জাজনক !" তবে, শুধু পাকিস্তান দল নয় ৷ ভারতের পারফরম্যান্সের সমালোচনাও করলেন তিনি ৷ মুস্তাকের কথায়, "দুই দলই খুব বাজে ক্রিকেট খেলেছে ৷ আর সেই বাজে ক্রিকেট খেলায় পাকিস্তান দ্বিতীয় হয়েছে ৷"
রবিবারের ভারত-পাকিস্তান ম্যাচে একাধিকবার বৃষ্টি বাধ সাধে ৷ যে ম্যাচে টস জিতে ভারতকে ব্যাটিং করতে পাঠান পাকিস্তান অধিনায়ক বাবর আজম ৷ শুরুতেই বিরাট কোহলি (4) এবং রোহিত শর্মার (13) উইকেট তুলে নেন নাসিম শাহ এবং শাহিন আফ্রিদি ৷ ভারতীয় ব্যাটিংয়ের দুই স্তম্ভই পরিস্থিতির বিপরীতে গিয়ে জঘন্য শট খেলে আউট হয়েছেন ৷ এমনকী 84 রান 3 উইকেট থেকে ভারতীয় দলের 119 রানে অলআউট হয়ে যায় ৷ একমাত্র ঋষভ পন্ত (42) এবং অক্ষর প্যাটেলের (20) আগ্রাসী ক্রিকেটে কিছুটা প্রতিরোধ তৈরি করে ভারত ৷