চেন্নাই, 22 সেপ্টেম্বর: ভারত যে ম্য়াচ জিতবে সেটা পরিষ্কারই ছিল ৷ কিন্তু কত তাড়াতাড়ি জিতবে, সেটাই ছিল দেখার ৷ তৃতীয়দিন খারাপ আলোর জন্য সময়ের বেশ কিছুটা আগেই বন্ধ হয়ে গিয়েছিল ম্যাচ ৷ চতুর্থদিন বাংলাদেশের বাকি 6 উইকেট তুলতে ভারত সময় নিল মর্নিং সেশনটুকু ৷ 280 রানে চিপক টেস্টে বাংলাদেশকে দুরমুশ করল ভারত ৷ সেইসঙ্গে দু'ম্য়াচের সিরিজে 1-0 লিড নিল রোহিত শর্মা ব্রিগেড ৷ রবিচন্দ্রন অশ্বিন নিলেন হাফ-ডজন উইকেট ৷ জাদেজার নামের পাশে তিন উইকেট ৷ দুই স্পিনারের ঘূর্ণিতে 515 রান তাড়া করতে নেমে 234 রানে গুটিয়ে গেল বাংলাদেশে ৷
মন্দ আলোর জন্য শনিবার খেলা যখন বন্ধ হয়, বাংলাদেশের রান তখন 4 উইকেটে 158 ৷ ক্রিজে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে ছিলেন অভিজ্ঞ শাকিব আল হাসান ৷ ভারতের মাথাব্যথার সামান্য যদি কোনও কারণ ছিল, তাহলে এই জুটিটা ৷ কিন্তু দানা বাঁধেনি সেই জুটি ৷ শাকিবকে 25 রানে ফেরান অশ্বিন ৷ যেটুকু চেষ্টা করেছিলেন শান্ত ৷ কিন্তু টেল-এন্ডারদের কেউ সঙ্গ না-দিতে পারায় ব্য়র্থ হয় বাংলাদেশ অধিনায়কের লড়াই ৷