হায়দরাবাদ, 31 ডিসেম্বর: কোভিড মহামারীর সময় থেকে অনেকেই বিমার গুরুত্ব বুঝে গিয়েছেন৷ চিকিৎসা থেকে পরিবারের ভবিষ্যতের সুরক্ষা— সবেতেই বিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ পরিবারের দায়িত্ব সম্পর্কে যাঁরা সচেতন, তাঁরা অবশ্যই নিজের সাধ্য মতো জীবন বিমা করে থাকেন ৷ কিন্তু, দেশের সবচেয়ে সস্তা বিমা পলিসি সম্পর্কে হয়তো অনেকেই জানেন না বা সে ভাবে ভেবে দেখেননি ৷ চলুন, এই প্রতিবেদনে সবচেয়ে সস্তা বিমা পলিসি সম্পর্কে জেনে নেওয়া যাক...
সবচেয়ে সস্তা বিমা পলিসি:
দেশের 'সবচেয়ে সস্তা বিমা পলিসি' যেটিকে বলা হচ্ছে, সেটিতে মাত্র 45 পয়সায় পাবেন 10 লাখ টাকা পর্যন্ত বিমার কভার৷ আইআরসিটিসি-এর ভ্রমণ বিমা পলিসি (IRCTC Travel Insurance Policy) নামে একটি বিমা পলিসি রয়েছে, যেখানে মাত্র 45 পয়সার বিনিময়ে 10 লাখ টাকা পর্যন্ত কভার পাওয়া যায়৷ কোনও যাত্রী যখনই ট্রেনের টিকিট বুক করেন, তখন একটি ভ্রমণ বিমা পলিসিও এর সঙ্গে পাওয়া যায়৷ ট্রেন যাত্রার সময় যদি কোনও দুর্ঘটনা ঘটে এবং যাত্রী মারা যান বা গুরুতর জখম হন, সে ক্ষেত্রে এই ভ্রমণ বিমা পলিসিটি কাজে লাগে৷
আগে এই পলিসি মাত্র 35 পয়সায় পাওয়া যেত৷ কিন্তু এখন এই পলিসির জন্য 45 পয়সা খরচ করতে হয়৷ তবে তা সত্ত্বেও, এটাই দেশের সবচেয়ে সস্তা বিমা পলিসি যা শুধুমাত্র কয়েক ঘণ্টার যাত্রাপথেই বৈধ৷ অর্থাৎ, আপনি যতক্ষণ ট্রেনে ভ্রমণ করছেন ততক্ষণ এটি বৈধ৷ আপনি আপনার গন্তব্যে পৌঁছানোর সঙ্গে সঙ্গে এই পলিসিটির মেয়াদ ফুরিয়ে যায়৷
কোন কোন ক্ষেত্রে বিমার কত টাকা পাওয়া যায়?
আইআরসিটিসির এই ভ্রমণ বিমা পলিসির (IRCTC Travel Insurance Policy) অধীনে যাত্রীকে তিন ধরনের কভার দেওয়া হয়৷ কোনও যাত্রী যদি ট্রেন দুর্ঘটনায় মারা যান, তাহলে এই পরিস্থিতিতে আপনার পরিবার এই ভ্রমণ বিমা পলিসির অধীনে 10 লাখ টাকা পর্যন্ত কভারেজ পাবে৷ যদি কোনও যাত্রী ভ্রমণের সময় ট্রেন দুর্ঘটনায় সম্পূর্ণরূপে অক্ষম হয়ে যান, তবে তাকে 10 লাখ টাকার কভারেজ দেওয়া হবে৷ এছাড়া, যদি দুর্ঘটনার কারণে কোনও যাত্রীর অক্ষমতা আংশিক হয়, তাহলে তাকে 7.50 লাখ টাকার কভারেজ দেওয়া হয়৷ পাশাপাশি, যাত্রী যদি ট্রেন দুর্ঘটনায় আহত হন এবং চিকিৎসা করতে হয়, তবে IRCTC-এর এই ভ্রমণ বিমা পলিসির অধীনে তাকে 2 লাখ টাকা পর্যন্ত কভারেজ দেওয়া হয়৷