ETV Bharat / state

বর্ষশেষের উৎসবে নাশকতা রুখতে বাংলা-ঝাড়খণ্ড সীমানায় নাকা তল্লাশি - SECURITY TIGHTENED

বর্ষশেষের উৎসবে নাশকতা রুখতে বহিরাগত দুষ্কৃতীদের রুখতে বাংলা-ঝাড়খণ্ড সীমানার ডুবুরডিহি চেকপোস্টে শুরু হয়েছে নাকাতল্লাশি।

Duburdih Check Post
বাংলা-ঝাড়খন্ড সীমানায় নাকা তল্লাশি (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 31, 2024, 1:54 PM IST

Updated : Dec 31, 2024, 2:05 PM IST

আসানসোল, 31 ডিসেম্বর: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা ৷ সারা বিশ্বের সঙ্গে ইংরেজির নতুন বছরকে স্বাগত জানাতে তৈরি আপামর বাঙালিও ৷ এই উৎসবে মেতে উঠছে শহর থেকে শহরতলি ৷ কিন্তু বর্ষশেষের উৎসবে নাশকতা বা কোন অপ্রীতিকর ঘটনা রুখতে বদ্ধপরিকর প্রশাসন ৷ এই উদেশ্যে রাজ্যের সীমানায় চলছে কড়া তল্লাশি ৷

বহিরাগত দুষ্কৃতীদের রুখতে বাংলা-ঝাড়খণ্ড সীমানার ডুবুরডিহি চেকপোস্টে শুরু হয়েছে নাকাতল্লাশি। কুলটি থানার পুলিশ এবং কুলটি ট্রাফিক গার্ডের তরফে মঙ্গলবার সকাল থেকেই কড়া তল্লাশি চলছে ৷ দু-থেকে চার চাকার গাড়ির ডিকি খুলে চলছে তল্লাশি ৷

ডুবুরডিহি চেকপোস্টে নাকাতল্লাশি (ইটিভি ভারত)

বর্ষশেষের উৎসব ও নতুন বছরকে স্বাগত জানাতে উদগ্রিব বিশ্ব। কাউন্টডাউন শুরু হয়ে যাবে কিছুক্ষণ পরেই। নতুন বছরকে স্বাগত জানাতে সেজে উঠেছে শিল্পাঞ্চল আসানসোল। বিভিন্ন হোটেলে আয়োজন করা হয়েছে বর্ষশেষের মেগা ইভেন্ট। এছাড়াও আসানসোল ক্লাবে থাকছে বিশেষ অনুষ্ঠান। শহরের সমস্ত উদ্যোগপতি, ব্যবসায়ীরা উপস্থিত থাকবেন সেখানে। দুর্গাপুরেও বিভিন্ন ক্লাব রেস্তোরাঁয় বর্ষশেষের বিভিন্ন রঙিন উৎসবের আয়োজন হয়েছে।

পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গায় উৎসবের আমেজের মেতে উঠেছে মানুষ। আর এই উৎসবের মরশুমে যাতে বহিরাগত দুষ্কৃতীরা ঢুকে রাজ্যে কোনও নাশকতা চালাতে না-পারে সেই কারণে সচেষ্ট পুলিশ। বাংলা-ঝাড়খণ্ড সীমার দিয়ে যাতে বহিরাগত দুষ্কৃতীরা বা বেআইনী অস্ত্র এ রাজ্যে প্রবেশ করতে না পারে, সেই কারণে চলছে নাকাতল্লাশি।

31 ডিসেম্বর সকাল থেকেই ডুবুরডিহি চেকপোষ্টে কড়া তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷ ভিন রাজ্য থেকে আসা সমস্ত গাড়ির ডিকি খুলে পরীক্ষা করা হচ্ছে ৷ বাদ পড়ছে না দ্বি-চক্রযানও। সন্দেহভাজন ব্যক্তি দেখলে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ নথি পরীক্ষা করে দেখা হচ্ছে ৷ কুলটি থানার পুলিশ জানিয়েছে, কোনওভাবেই এই রাজ্যে যেন ভিন রাজ্যের দুষ্কৃতীরা ঢুকতে না পারে, তার জন্য আমরা সচেষ্ট। ভিন রাজ্য থেকে এ রাজ্যে আসা সব গাড়িতেই তল্লাশি চালানো হচ্ছে। উৎসবে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না-ঘটে তাই এই উদ্যোগ।

আসানসোল, 31 ডিসেম্বর: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা ৷ সারা বিশ্বের সঙ্গে ইংরেজির নতুন বছরকে স্বাগত জানাতে তৈরি আপামর বাঙালিও ৷ এই উৎসবে মেতে উঠছে শহর থেকে শহরতলি ৷ কিন্তু বর্ষশেষের উৎসবে নাশকতা বা কোন অপ্রীতিকর ঘটনা রুখতে বদ্ধপরিকর প্রশাসন ৷ এই উদেশ্যে রাজ্যের সীমানায় চলছে কড়া তল্লাশি ৷

বহিরাগত দুষ্কৃতীদের রুখতে বাংলা-ঝাড়খণ্ড সীমানার ডুবুরডিহি চেকপোস্টে শুরু হয়েছে নাকাতল্লাশি। কুলটি থানার পুলিশ এবং কুলটি ট্রাফিক গার্ডের তরফে মঙ্গলবার সকাল থেকেই কড়া তল্লাশি চলছে ৷ দু-থেকে চার চাকার গাড়ির ডিকি খুলে চলছে তল্লাশি ৷

ডুবুরডিহি চেকপোস্টে নাকাতল্লাশি (ইটিভি ভারত)

বর্ষশেষের উৎসব ও নতুন বছরকে স্বাগত জানাতে উদগ্রিব বিশ্ব। কাউন্টডাউন শুরু হয়ে যাবে কিছুক্ষণ পরেই। নতুন বছরকে স্বাগত জানাতে সেজে উঠেছে শিল্পাঞ্চল আসানসোল। বিভিন্ন হোটেলে আয়োজন করা হয়েছে বর্ষশেষের মেগা ইভেন্ট। এছাড়াও আসানসোল ক্লাবে থাকছে বিশেষ অনুষ্ঠান। শহরের সমস্ত উদ্যোগপতি, ব্যবসায়ীরা উপস্থিত থাকবেন সেখানে। দুর্গাপুরেও বিভিন্ন ক্লাব রেস্তোরাঁয় বর্ষশেষের বিভিন্ন রঙিন উৎসবের আয়োজন হয়েছে।

পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গায় উৎসবের আমেজের মেতে উঠেছে মানুষ। আর এই উৎসবের মরশুমে যাতে বহিরাগত দুষ্কৃতীরা ঢুকে রাজ্যে কোনও নাশকতা চালাতে না-পারে সেই কারণে সচেষ্ট পুলিশ। বাংলা-ঝাড়খণ্ড সীমার দিয়ে যাতে বহিরাগত দুষ্কৃতীরা বা বেআইনী অস্ত্র এ রাজ্যে প্রবেশ করতে না পারে, সেই কারণে চলছে নাকাতল্লাশি।

31 ডিসেম্বর সকাল থেকেই ডুবুরডিহি চেকপোষ্টে কড়া তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷ ভিন রাজ্য থেকে আসা সমস্ত গাড়ির ডিকি খুলে পরীক্ষা করা হচ্ছে ৷ বাদ পড়ছে না দ্বি-চক্রযানও। সন্দেহভাজন ব্যক্তি দেখলে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ নথি পরীক্ষা করে দেখা হচ্ছে ৷ কুলটি থানার পুলিশ জানিয়েছে, কোনওভাবেই এই রাজ্যে যেন ভিন রাজ্যের দুষ্কৃতীরা ঢুকতে না পারে, তার জন্য আমরা সচেষ্ট। ভিন রাজ্য থেকে এ রাজ্যে আসা সব গাড়িতেই তল্লাশি চালানো হচ্ছে। উৎসবে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না-ঘটে তাই এই উদ্যোগ।

Last Updated : Dec 31, 2024, 2:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.