হায়দরাবাদ, 26 ফেব্রুয়ারি: স্বজনপোষণ চললে তো ক্রিকেট ধ্বংস হবেই ৷ প্রথম দু'ম্য়াচ হেরে আয়োজক পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যেতেই বিস্ফোরক ইমরান খান ৷ জেলে বসেই পাকিস্তান ক্রিকেট বোর্ডকে তুলোধনা করলেন বিশ্বজয়ী প্রাক্তন অধিনায়ক ৷
প্রথমে নিউজিল্যান্ড তারপর মর্যাদার লড়াইয়ে ভারতের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছে পাকিস্তান ৷ শেষ ম্য়াচে বাংলাদেশকে হারালেও ভাগ্য খুলবে না মহম্মদ রিজওয়ানের দলের ৷ 29 বছর পর আইসিসি ইভেন্টের আয়োজক হিসেবে শুরুতেই পাকিস্তানের বিদায় মেনে নিতে পারছেন না সেদেশের অনুরাগীরা ৷ প্রাক্তন ক্রিকেটারদের সমালোচনায় বিদ্ধ হতে হচ্ছে বাবর আজমদের ৷ এমন সময় চুপ রইলেন না তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরানও ৷
জিও নিউজের রিপোর্ট অনুযায়ী ইমরানের বোন আলিমা খান আদিয়ালা সংশোধনাগারের বাইরে সাংবাদিকদের বলেন, "ইমরানের কথায়, সিদ্ধান্তগ্রহণের জায়গায় এভাবে স্বজনপোষণ চললে দেশের ক্রিকেট একদিন ধ্বংস হয়ে যাবে ৷" আলিমা আরও জানান, জেলে বসে ইমরান ভারত-পাকিস্তান ম্যাচে চোখ রেখেছিলেন ৷ কিন্তু রিজওয়ানদের আত্মসমর্পণ দেখে ক্ষোভে ফেটে পড়েন তিনি ৷ পাকিস্তান ছিটকে যাওয়ায় দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী পিসিবি চেয়ারম্য়ান মহসিন নকভিকে আক্রমণ করতে ছাড়েননি বলেও জানিয়েছেন আলিমা ৷